এখন পড়ছেন
হোম > রাজ্য > আজই জমা দিতে হবে রিপোর্ট, এসএসসি নিয়ে ফের রাজ্যের ঘুম কাড়লেন বিচারপতি!

আজই জমা দিতে হবে রিপোর্ট, এসএসসি নিয়ে ফের রাজ্যের ঘুম কাড়লেন বিচারপতি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বেশ কিছুদিন আগেই এসএসসির দুর্নীতি নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত বাগের নেতৃত্বাধীন কমিটি একটি রিপোর্ট সামনে আনে। যে রিপোর্টের ছত্রে ছত্রে দুর্নীতির বিষয়টি উঠে আসে। আর তারপরেই কার্যত চাপে পড়ে যায় রাজ্য সরকার। বর্তমানে এসএসসি নিয়ে একের পর এক নির্দেশ দিয়ে রাজ্যের ঘুম কেড়ে নিয়েছেন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই রিপোর্ট অবিলম্বে সিবিআইকে দেওয়ার নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে একটি নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যেখানে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আজ অর্থাৎ শুক্রবার রঞ্জিত বাগ কমিটির রিপোর্ট সিবিআইয়ের হাতে জমা দিতে হবে‌। বিশেষজ্ঞরা বলছেন, এই রিপোর্টের ওপর ভিত্তি করেই তদন্তে গতি আনতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই কারণেই সিবিআইকে সহযোগিতার বার্তা দিয়ে এই ভয়াবহ রিপোর্ট তাদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। যার ফলে রাজ্যের বিরম্বনা বাড়িয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!