এখন পড়ছেন
হোম > রাজনীতি > আজই কি বাংলায় ঘোষণা হয়ে যেতে চলেছে বিধানসভার দিনক্ষণ? কমিশনের নতুন পদক্ষেপে জল্পনা তুঙ্গে!

আজই কি বাংলায় ঘোষণা হয়ে যেতে চলেছে বিধানসভার দিনক্ষণ? কমিশনের নতুন পদক্ষেপে জল্পনা তুঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –খুব দ্রুত যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে, সেই ব্যাপারে নিশ্চিত সকলেই। কিন্তু যতদিন না সেই দিনক্ষণ ঘোষণা হচ্ছে, ততদিন প্রত্যেকের মধ্যেই কৌতূহলের শেষ নেই। তবে নির্বাচন কমিশনের তৎপরতা বুঝিয়ে দিচ্ছে যে, সেই দিনক্ষণ ঘোষণা হতেও খুব একটা দেরি নেই। সূত্রের খবর, আজ বুধবার রাজ্যে আসতে চলেছে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। যেখানে সন্ধ্যাবেলা আসাম থেকে এই বেঞ্চের সদস্যরা কলকাতায় এসে পৌঁছাবেন। স্বভাবতই কমিশনের পক্ষ থেকে ফুল বেঞ্চের সদস্যরা রাজ্যে আসায় এখন নানা মহলে শুরু হয়েছে তৎপরতা।

অনেকেই বলতে শুরু করেছেন, তাহলে কি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার শুধু সময়ের অপেক্ষা! ইতিমধ্যেই শাসক থেকে বিরোধী প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে ব্যাপক তরজা সৃষ্টি হয়েছে। বলা বাহুল্য, একে অপরের বিরুদ্ধে সরব হয়ে রীতিমত নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছেন। আর এই পরিস্থিতিতে বুধবার কমিশনের ফুল ব্যান্ডের সদস্যরা পা রাখছেন কলকাতায়।

জানা গেছে, এই ফুল বেঞ্চের সদস্যরা কলকাতায় পৌঁছনোর আগেই সেখানে চলে আসবেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। যেখানে সকলে কলকাতায় পৌঁছানোর পর রাজ্যের নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে বৈঠক হবে কমিশনের ফুল বেঞ্চের। যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের এডিজি আইনশৃংখলার। অনেকে বলছেন, এই গুরুত্বপূর্ণ বৈঠক থেকেই স্থির হতে পারে কবে হবে রাজ্যের বিধানসভা নির্বাচন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে বুধবারের পাশাপাশি বৃহস্পতিবার এবং শুক্রবার রাজ্যের একাধিক প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে নির্বাচন কমিশনের সদস্যদের। যেখানে বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপারের পাশাপাশি রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করবেন তারা। একাংশ বলেছেন, নির্বাচনের আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে ভোটার তালিকা সমস্ত বিষয় খুটিনাটি দেখে নিতে চাইছেন কমিশনের সদস্যরা। আর সেই কারণেই রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তারা।

এমনিতেই পশ্চিমবঙ্গের যে কোনো নির্বাচনে ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। সেদিক থেকে বিধানসভার মত গুরুত্বপূর্ণ নির্বাচন যে যথেষ্ট উত্তপ্ত থাকবে পরিস্থিতি, তা বলার অপেক্ষা রাখে না। তাই এই পরিস্থিতিতে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে কমিশনের পক্ষ থেকে আজ রাজ্যে উপস্থিতি এবং গুরুত্বপূর্ণ বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই বৈঠক থেকে কি উঠে আসে, সেদিকেই নজর থাকবে প্রত্যেকের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!