এখন পড়ছেন
হোম > জাতীয় > আজই দিল্লি যাচ্ছেন মমতা, কি কি কর্মসূচি? জেনে নিন!

আজই দিল্লি যাচ্ছেন মমতা, কি কি কর্মসূচি? জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোর টক্কর দিতে হয়েছে তাকে। এত আসন নিয়ে যে তিনি ক্ষমতায় আসবেন, তা অনেকেই কল্পনা করতে পারেননি। কিন্তু তা সত্ত্বেও নরেন্দ্র মোদী, অমিত শাহরা বাংলায় ঘাঁটি গেড়ে পড়ে থাকার পরেও, তৃতীয়বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যের ক্ষমতায় আসীন হয়েছে তৃণমূল কংগ্রেস। আর বাংলার ক্ষমতায় বসার পর এবার মমতা বন্দ্যোপাধ্যায় নজর দিয়েছেন সর্বভারতীয় রাজনীতির দিকে। 2024 এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই দলকে তৈরি হওয়ার বার্তা দিয়েছেন তিনি।

সেই মতো করে প্রস্তুতি নিতে এবং বিরোধী জোট গঠন করতে এবার দিল্লিতে পাড়ি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই তার এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই শহীদ দিবসের মঞ্চ থেকে তিনি দিল্লিতে থাকার সময় যদি বিরোধী দলের নেতারা বৈঠক আয়োজন করতে পারেন, তাহলে তা অত্যন্ত ভালো হয় বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দিল্লি পৌঁছে তিনি যে বিরোধী মহাজোট গঠনের লক্ষ্যে বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের সঙ্গে আলোচনা করবেন, সেই ব্যাপারে কার্যত নিশ্চিত বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, আজ বিকেলেই দিল্লিতে পাড়ি দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর দিল্লিতে পৌঁছে ভাইপো তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাউথ অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে উঠবেন তিনি। মূলত, বঙ্গভবনে সমস্ত বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠকের কথা থাকলেও, করোনা পরিস্থিতির কারণে সেভাবে এই বৈঠক হবে না বলেই মনে করা হচ্ছে। সেদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পৃথক পৃথকভাবে বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক করতে পারেন বলে খবর। এছাড়াও পশ্চিমবঙ্গের উন্নতির ক্ষেত্রে কেন্দ্রের কাছে দাবি দাওয়া জানাতে পারেন বাংলার প্রশাসনিক প্রধান। সেদিক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে তার সাক্ষাত করার সম্ভাবনা রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকরা বলছেন, রাজনৈতিক এবং প্রশাসনিক, দুই দিক থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী 2024 সালে দিল্লি দখল যে তার কাছে পাখির চোখ, তা ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। আর সেই কারণে গোটা দেশজুড়ে বিজেপির বিরুদ্ধে শক্তিশালী মঞ্চ তৈরির চেষ্টা করছেন তিনি। আর তাই যে তার এই দিল্লি সফর, তা বলাই যায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ডাকে তার সঙ্গে পথ চলতে কোন কোন দলের নেতা-নেত্রীরা আগ্রহ প্রকাশ করেন, তা এই দিল্লি সফরের মধ্য দিয়েই স্পষ্ট হয়ে যাবে।

একাংশ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির মাটিতে পা রেখে যেমন বিজেপিকে বার্তা দেবেন, ঠিক তেমনই অন্যান্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের সঙ্গে আলোচনা করে আগামী দিনের পথ মজবুত করার চেষ্টা করবেন। স্বভাবতই আজ দিল্লি পৌঁছানোর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে কি কি কর্মসূচি সামনে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!