এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আজই কি নিজের অবস্থান স্পষ্ট করবেন শুভেন্দু অধিকারী, বাড়ছে জল্পনার পারদ!

আজই কি নিজের অবস্থান স্পষ্ট করবেন শুভেন্দু অধিকারী, বাড়ছে জল্পনার পারদ!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অবশেষে কি সেই সময় আসতে চলেছে? আজই কি নিজের অবস্থান স্পষ্ট করতে চলেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী? দীর্ঘদিন ধরে তার রাজনৈতিক আচার-আচরণ নিয়ে বঙ্গ রাজনীতিতে জল্পনা অব্যাহত। দল এবং সরকারের সঙ্গে দূরত্ব বাড়িয়ে কিছুদিন আগেই মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। আর তারপর থেকেই তার মান ভাঙানোর জন্য তৃণমূলের পক্ষ থেকে চেষ্টা করা হলেও লাভের লাভ কিছু হয়নি।

অবশেষে শুভেন্দু অধিকারী কী করবেন এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল বাংলার রাজনৈতিক মহলে। সকলেই তাকিয়ে ছিলেন তার অবস্থানের দিকে। অবশেষে আজ 6 ডিসেম্বর সাংবাদিক সম্মেলন করার জল্পনা ছড়িয়েছে সেই শুভেন্দু অধিকারী কে নিয়ে জানা গেছে সাংবাদিক সম্মেলন থেকেই রাজ্যের প্রাপ্ত মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা তাঁর রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে দিতে পারেন। স্বাভাবিক ভাবেই তিনি আজকে সাংবাদিক সম্মেলন করবেন কিনা, এই নিয়ে যেমন ধোঁয়াশা তৈরি হয়েছে, ঠিক তেমনই তিনি এই সাংবাদিক সম্মেলন করলে ঠিক কি বলতে পারেন, তা নিয়েও জল্পনা অব্যাহত।

একাংশ বলতে শুরু করেছেন, শুভেন্দু অধিকারী যদি আজকের সাংবাদিক সম্মেলন থেকে তৃণমূল ত্যাগ করার মত কথা জানিয়ে দেন, তাহলে শাসকদলে বড়সড় বিপর্যয় নেমে আসবে। কেননা তার পথ ধরে অনেকেই জেলায় জেলায় তার অনুগামীরা তৃণমূল ছাড়ার জন্য কার্যত প্রস্তুত হয়ে আছেন। সেদিক থেকে শুভেন্দু অধিকারীর ঘোষণা হওয়ার সাথে সাথেই তারা বড় কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারেন বলে দাবি করছেন একাংশ।

ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী দলের সঙ্গে দূরত্ব বাড়ানোর সাথে সাথেই রামনগরের সভা থেকে তিনি অনেক কিছু বলবেন বলে জল্পনা ছড়িয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে তিনি রাজনীতির কথা বলবেন না বলে জানিয়ে দেন নন্দীগ্রামে তৃণমূল বিধায়ক। তার কিছুদিন পরেই তার মন্ত্রী পদ থেকে ইস্তফা এবং ক্রমাগত দলের সঙ্গে দূরত্ব শাসকদলের অস্বস্তিকে বাড়িয়ে দেয়।

আর সেই শুভেন্দু অধিকারী রীতিমত সমস্ত জল্পনা-কল্পনাকে দমিয়ে দিয়ে বড় কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারেন বলে মনে করছেন একাংশ। আর যদি সেই রাজনৈতিক সিদ্ধান্ত তৃণমূল ত্যাগ হয়, তাহলে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শাসকদলের কপালে বড় চিন্তার ভাঁজ পড়ে যেতে পারে বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে একাংশ অবশ্য এখনও মনে করছেন, শুভেন্দু অধিকারীর আজকে সাংবাদিক বৈঠক নাও করতে পারেন। সেদিক থেকে তিনি আজ সাংবাদিক বৈঠক না করলে রাজ্য রাজনীতিতে তাকে নিয়ে জল্পনা আরও বৃদ্ধি পাবে। কেননা সকলের মনেই এখন প্রশ্ন তৈরি হয়েছে যে, কি করবেন শুভেন্দু অধিকারী! কারণ প্রায় সকলেই জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূল কংগ্রেস দলে জনপ্রিয় তম মুখ বলে কেউ থেকে থাকে, তাহলে তার নাম শুভেন্দু অধিকারী।

জেলায় জেলায় তার অনুগামীরা রয়েছে। এমনকি অনেক জনপ্রতিনিধিও তার সঙ্গে রয়েছে বলে জানা যাচ্ছে। স্বাভাবিক ভাবেই তিনি যদি তৃণমূল কংগ্রেসে থাকেন, তাহলে কিভাবে থাকবেন, তার কাজ কি হবে, সেটা যেমন প্রশ্নচিহ্নের বিষয়, ঠিক তেমনই তিনি যদি তৃণমূল কংগ্রেস ত্যাগ করেন, তাহলে তিনি কোন দলে যাবেন, সেটাও সকলের কাছে লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তাই এই সমস্ত সমীকরণকে সামনে রেখে এখন শুভেন্দু অধিকারীকে নিয়ে এবং তার আজকের সাংবাদিক বৈঠক নিয়ে জল্পনা ক্রমশ ঊর্ধ্বমুখী। তবে শেষ পর্যন্ত আজকে সাংবাদিক বৈঠক করেন কিনা তৃণমূল কংগ্রেসের নেতা এবং যদিও বা তিনি সাংবাদিক বৈঠক করেন, তাহলে সেখান থেকে তিনি ঠিক কি ঘোষণা করেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!