এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আজই লাখ লাখ শিক্ষার্থীর ভাগ্য নির্ধারণে শিক্ষা দফতরে ব্রাত্য বসু, উৎকন্ঠায় অভিভাবগকগণ

আজই লাখ লাখ শিক্ষার্থীর ভাগ্য নির্ধারণে শিক্ষা দফতরে ব্রাত্য বসু, উৎকন্ঠায় অভিভাবগকগণ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। আর দ্বিতীয় বড় পরীক্ষা হিসেবে পরিচিত উচ্চমাধ্যমিক। অভিজ্ঞতা হোক বা যোগ্যতা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা অভিভাবক থেকে শুরু করে শিক্ষার্থী, সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে করোনা ভাইরাস‌‌ শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন নিয়ে এসেছে। বিদ্যালয়ের আবেগ ঠিক কি, তা কার্যত এক বছর আগে থেকে ভুলতে বসেছে শিক্ষার্থীরা। গতবছর করোনা ভাইরাস আছড়ে পড়ার কারণে মাধ্যমিক পরীক্ষা হলেও, উচ্চ মাধ্যমিক পরীক্ষার বেশকিছু বাতিল করে দেওয়া হয়েছিল।

পরবর্তীতে সার্বিক ফলাফল দেখে সেই বাতিল হওয়া পরীক্ষার নাম্বার দিয়ে দেওয়া হয়। 2020 সালে মাধ্যমিক পরীক্ষা হলেও, উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কিছুটা হলেও বাদ সেধেছিল করোনা ভাইরাস। আর 2021 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে এই মহামারী। দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। যার কারণে জুন মাসে মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা থাকলেও, তা বাতিল বলে ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার।

কিন্তু সত্যিই কি তাহলে এই বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে না? প্রথম বড় পরীক্ষা থেকে বঞ্চিত হবে শিক্ষার্থীরা? জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে সেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসতে চলেছেন রাজ্যের নতুন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্যে করোনা ভাইরাসের কারণে লকডাউনের কথা জানিয়ে দেওয়া হয়েছে। এমনিতেই দ্বিতীয় ধাপের ভাইরাস যখন বাড়তে শুরু করেছিল, তখন আবার অনির্দিষ্টকালের জন্য স্কুল-কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা জানিয়ে দেওয়া হয়। প্রথম দফার ভাইরাস কাটিয়ে ওঠার পর কিছুটা হলেও স্কুল খোলার পরিস্থিতি তৈরি হয়েছিল। যার জেরে রাজ্যে একের পর এক বিদ্যালয় খুলতে শুরু করেছিল।

কিন্তু আবার মহামারী বৃদ্ধি হওয়ার কারণে অশনি সংকেত দেখা দিতে শুরু করে। আর এই পরিস্থিতিতে ভাইরাস যখন বাড়ছে, তখন মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা এই বছরেও কি বাতিল হতে চলেছে, তা নিয়ে উৎকণ্ঠা শুরু হয় শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকদের মধ্যে। তবে সেরকম কোনো কথাই শোনা যায়নি সরকারের পক্ষ থেকে। তবে বেশ কিছু বিধিনিষেধ জারি করার দিন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, জুন মাসে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ব্যাপারে যে কথা জানানো হয়েছিল, তা আপাতত বাতিল করা হল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা যে কার্যত বিশবাঁও জলে, তা মুখ্যসচিবের এই কথা থেকেই স্পষ্ট হয়ে যায়। কিন্তু জীবনের সবথেকে বড় দুই গুরুত্বপূর্ণ পরীক্ষা আদৌ হবে কি হবে না, এখন তা নিয়েই সংশয়ে রয়েছেন শিক্ষার্থীরা। আর এই পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার শিক্ষা দপ্তরের দায়িত্ব পাওয়ার পর প্রথম সেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। যেখানে উপস্থিত থাকার কথা রাজ্যের স্কুল শিক্ষা কমিশনার, স্কুল শিক্ষা সচিব সহ মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিদের।

ইতিমধ্যেই এই বৈঠককে কেন্দ্র করে গুঞ্জন তৈরি হয়েছে। একাংশ বলছেন, এই পরিস্থিতিতে যদি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাহলে তা অত্যন্ত অবিবেচকের কাজ হবে। কেননা বর্তমানে করোনা ভাইরাস যেভাবে বাড়ছে, তাতে কোনো ভাবেই ছাত্র-ছাত্রী ও শিক্ষার্থীদের স্কুলে যেতে দেবেন না অভিভাবকেরা। তাই সকলেই চাইছেন, বর্তমানে যেন পরীক্ষা নেওয়া না হয়। তবে সরকারও যে বর্তমানে পরীক্ষা না নেওয়ার রাস্তাতেই হাটবে, তা একপ্রকার পরিষ্কার।

তবে ভবিষ্যতে করোনা ভাইরাসের মেঘ কাটিয়ে উঠলে এই পরীক্ষা নেওয়া হতে পারে বলে গুঞ্জন তৈরি হয়েছে। আর সেই কারণেই ঠিক কবে পরীক্ষা নেওয়া হবে এবং কিভাবে এই পরীক্ষা নেওয়া হবে! অনলাইনের মাধ্যমে নাকি অতীতের অভিজ্ঞতা দেখে জীবনের দুই বড় পরীক্ষায় শিক্ষার্থীদের নম্বর বসিয়ে দেবে পর্ষদ! সেই সমস্ত বিষয় ইতিমধ্যেই আলোচনার পর্যায়ে আসতে শুরু করেছে। সব মিলিয়ে নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথম দপ্তরে এসে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কি সিদ্ধান্ত নেন ব্রাত্য বসু, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!