এখন পড়ছেন
হোম > জাতীয় > আজই নারদ মামলার চূড়ান্ত ভবিষ্যৎ, সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে জল্পনা!

আজই নারদ মামলার চূড়ান্ত ভবিষ্যৎ, সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  নারদ কান্ডে তৃণমূলের নেতা, মন্ত্রীরা গ্রেপ্তার হওয়ার পর থেকেই গোটা ঘটনা নিয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। একের পর এক মামলা, পাল্টা মামলাকে কেন্দ্র করে রীতিমত জেরবার হয়ে ওঠে সব পক্ষ। আর এবার সিবিআইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হতে চলেছে। জানা গেছে, আজ মঙ্গলবার দুই বিচারপতির বেঞ্চে মামলার শুনানি হবে। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত 17 তারিখ ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে নারদ কান্ডে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরবর্তীতে জামিন পাওয়ার জন্য কার্যত উদগ্রীব হয়ে যান অভিযুক্তরা। অবশেষে দীর্ঘ টানাপোড়েনের পর অভিযুক্তদের জেল থেকে ছেড়ে দেওয়া হলেও, তাদের গৃহবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়।

বর্তমানে গৃহবন্দি অবস্থায় রয়েছেন ফিরহাদ হাকিম এবং শোভন চট্টোপাধ্যায়। তবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দিলেও, তাতে খুব একটা সন্তুষ্ট হয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। যার পরিপ্রেক্ষিতে রবিবার সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করে তারা। তবে বেশ কিছু ভুল থাকার কারণে সোমবার সেই মামলা বাতিল হয়েছে বলে জানিয়ে দেয় দেশের শীর্ষ আদালত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তার পরিপ্রেক্ষিতেই সন্ধ্যায় আবার সিবিআইয়ের পক্ষ থেকে ত্রুটিমুক্ত আবেদন করা হয়। আর সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার নারদ মামলার শুনানি হতে চলেছে বলে খবর। স্বাভাবিক ভাবেই আজকের এই শুনানি ঘিরে এখন নানা মহলে গুঞ্জন তৈরি হয়েছে।

একাংশ বলছেন, আজকে সুপ্রিম কোর্টের শুনানি থেকেই গোটা বিষয়টি পরিস্কার হয়ে যেতে পারে। সেদিক থেকে সিবিআই প্রথমে আবেদন করলেও, তাতে বেশ কিছু ভুল থাকায় গ্রহণ করা সম্ভব হয়নি। যার ফলে অনেকটাই উচ্ছ্বাস চোখে পড়েছিল অভিযুক্তদের আইনজীবীদের মধ্যে। কিন্তু সন্ধ্যার মধ্যেই তা সম্পূর্ণরূপে সংশোধন করে আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। যা গ্রহণযোগ্য হয়।

আর এই পরিস্থিতিতে আজকে নারদ মামলা উঠতে চলেছে দেশের শীর্ষ আদালতে। এতদিন হাইকোর্টে এই মামলা নিয়ে নানা তরজা চলেছে‌। কিন্তু এবার সরাসরি এই মামলা পৌঁছে গেল দেশের শীর্ষ আদালতে। যার ফলে নারদ কান্ডে এবার নিজেদের হাতে ব্যাটন নিয়ে নিল সুপ্রিমকোর্ট বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে আজকের শুনানি পর্বে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কি কথা বলা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!