এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আজই প্রার্থী তালিকা ঘোষণা মমতার, থাকছে বিশেষ চমক!

আজই প্রার্থী তালিকা ঘোষণা মমতার, থাকছে বিশেষ চমক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের মত মহাযুদ্ধের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। তবে যুদ্ধ ঘোষণা হলেও এখনও পর্যন্ত সেই যুদ্ধে কারা যোদ্ধা হবেন, তাদের নাম ঘোষণা হয়নি। স্বাভাবিকভাবেই সেই যোদ্ধাদের নাম ঘোষণা নিয়ে এখন রীতিমত নজর রয়েছে সকলের। আর এই পরিস্থিতিতে আজ সোমবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে।

স্বাভাবিকভাবেই শাসক পক্ষের এই প্রার্থী তালিকা ঘোষণাকে কেন্দ্র করে দিনভর যে রাজ্য রাজনীতিতে গুঞ্জন বাড়তে শুরু করবে, তা বলাই যায়। কেননা এবারের নির্বাচনে তৃণমূল এবং বিজেপির মধ্যে জোরদার লড়াই হবে বলেই মনে করা হচ্ছে। সেদিক থেকে তৃণমূল তাদের প্রার্থী তালিকায় কি কি চমক রাখে, তা অবশ্যই লক্ষণীয় বিষয় সকলের কাছে।

সূত্রের খবর, সোমবার বিকালে তৃণমূলের নির্বাচনী কমিটির বৈঠক রয়েছে। আর সেই বৈঠকের পরই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত প্রতিবার নির্বাচনের দিন ঘোষণার পরেই প্রার্থী তালিকা ঘোষণা করতে দেখা যায় তৃণমূল কংগ্রেসকে। কিন্তু এবার তা হয়নি। অনেকে বলছেন, প্রশান্ত কিশোরের নির্দেশ মোতাবেক তড়িঘড়ি প্রার্থী তালিকা ঘোষণা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

এক্ষেত্রে সময় নিয়ে আজ প্রার্থী তালিকা ঘোষণা করতে দেখা যাবে তাকে। তবে সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা নাও করা হতে পারে। এক্ষেত্রে প্রথম দফায় যে সমস্ত এলাকায় ভোট, সেই এলাকার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল কংগ্রেস। পরবর্তীতে দফায় দফায় তাদের প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে বলে খবর। তবে তৃণমূলের এই প্রার্থী তালিকায় বেশ কিছু চমক থাকবে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন আগেই জানিয়ে দিয়েছিলেন, তিনি নন্দীগ্রামে লড়াই করবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই শেষপর্যন্ত প্রার্থী তালিকায় নন্দীগ্রাম কেন্দ্রের প্রার্থী হিসেবে তার নাম থাকে কিনা, সেটা অবশ্যই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক মহলের কাছে। পাশাপাশি নির্বাচনের আগে টলিউডের হেভিওয়েট সুপারস্টাররা যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। তাই তাদের অনেকেই প্রার্থী হতে পারেন বলে মনে করা হচ্ছে। পর্যবেক্ষকদের একাংশ বলছেন, বিজেপির আগে প্রথম দফার ভোটে প্রার্থী তালিকা প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার স্ট্রোক দিতে চাইছেন।

এক্ষেত্রে প্রার্থী তালিকায় চমক দিয়ে এগিয়ে থাকতে চাইছেন তিনি। আর সেই কারণেই বিন্দুমাত্র সময় নষ্ট না করে, আজ নির্বাচন কমিটির বৈঠকের পরে সেই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে যতক্ষণ না এই প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে, ততক্ষণ এই গোটা বিষয় নিয়ে শুরু হয়েছে জল্পনা। সব মিলিয়ে আজ তৃণমূলের প্রার্থী তালিকায় কি কি চমক থাকে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!