এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আজীবন ফ্রিতে রেশনের স্বপ্ন বিলিয়ে এবার বড়সড় কাটছাঁট করলেন মমতা! ক্ষোভ বাড়ছে আমজনতার!

আজীবন ফ্রিতে রেশনের স্বপ্ন বিলিয়ে এবার বড়সড় কাটছাঁট করলেন মমতা! ক্ষোভ বাড়ছে আমজনতার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট রাজনীতিতে হামেশাই দেখা যায় নেতা-নেত্রীরা জনগণের ভোট পেতে জনমোহিনী ঘোষণা করে চলে। করোনা আবহের শুরুতেই একদিকে যেমন কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল বিনামূল্যে রেশন দেওয়ার কথা, ঠিক সেরকমই রাজ্যের তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীও ঘোষণা করেছিলেন একইভাবে বিনামূল্যে রেশন দেওয়ার কথা। যদিও তৃণমূল সরকারের বিরুদ্ধে ইতিমধ্যে রেশন দুর্নীতি নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে। অবস্থা সামলাতে তৃণমূল নেত্রী শুদ্ধিকরণে জোর দেন। যার ফলে বহু দুর্নীতিকারী শাস্তির মুখোমুখি হয়।

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেষবার যখন জনতার মুখোমুখি হন, তখন তিনি ঘোষণা করেন নভেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়া হবে সারা দেশবাসীকে। ওইদিনই কয়েক ঘণ্টার ব্যবধানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় পাল্টা ঘোষণা করেন আগামী বছর জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়া হবে রাজ্যবাসীকে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পাল্লা দেওয়ার ব্যাপারটি পুরোপুরি অস্বীকার করে যান মুখ্যমন্ত্রী সাংবাদিকদ্র সামনে বলে জানা গেছে।

তবে কেন্দ্রীয় সরকারের তুলনায় রাজ্যের রেশন যে তুলনায় অনেক ভালো সে কথা জানান তিনি। যথারীতি রাজ্যবাসী এই ঘোষণায় খুবই খুশি হয়। এর পরেই একুশে জুলাই এর ভার্চুয়াল মঞ্চ থেকে তৃণমূল নেত্রী ঘোষণা করেন, 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূল যদি ক্ষমতায় ফিরে আসে আবার, তাহলে আজীবন রাজ্যবাসী বিনামূল্যে রেশন পাবেন। তবে বিরোধীরা এই জনমোহিনী ঘোষণার পর খুব স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিরোধী শিবির থেকে রীতিমত কটাক্ষ করা হয় মুখ্যমন্ত্রীকে তাঁর পূর্ব পরিকল্পনাগুলি নিয়ে। তবে এবার চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে এলো গেরুয়া শিবির থেকে রাজ্যের বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির যুব মোর্চার প্রেসিডেন্ট সৌমিত্র খাঁ। এদিন তিনি টুইটারে একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে, রাজ্যে মে, জুন, জুলাই মাসে যে রেশন দেওয়া হয়েছে সেখানে 5 কেজি করেই চাল দেওয়া হয়েছে রাজ্যবাসীকে। কিন্তু 2020 আগস্ট মাস থেকে আগামী বছরের জুন পর্যন্ত যে রেশন দেওয়া হবে, সেখানে কার্ড পিছু এক কেজি করে চাল দেওয়া হবে বলে জানান তিনি।

আর এর সাথেই এবার তৃণমূল নেত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনেছে গেরুয়া শিবির। বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবির যে অভিযোগ নিয়ে এসেছে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে তা কিন্তু যথেষ্ট প্রমাণসাপেক্ষ বলে জানা যাচ্ছে। সে ক্ষেত্রে তৃণমূল শিবির যে চূড়ান্ত বিপাকে পড়তে চলেছে তা বলাই বাহুল্য। আপাতত বিজেপি সাংসদের অভিযোগ সামলাতে তৃণমূল নেত্রী এবার পাল্টা কি জবাব দেন, সে দিকেই এখন নজর রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!