এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > অজিদের সামনে এবার নতুন পরীক্ষা নিরীক্ষা ভারতীয় ক্রিকেট টিমের

অজিদের সামনে এবার নতুন পরীক্ষা নিরীক্ষা ভারতীয় ক্রিকেট টিমের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অজিদের দুর্দান্ত বোলিং এর সামনে ছত্রাকার হয়ে গেলো ভারতীয় ব্যাটিং। অ্যাডিলেডের প্রথম টেস্ট জিতে নিয়েছে অস্ট্রেলিয়া 8 উইকেটে। তবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে লজ্জাজনক হারের সম্মুখীন হতে হলো ভারতকে। এর আগেও 1974 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র 42 রানে অলআউট হয়ে যায় ভারত। এক ইনিংসে সর্বনিম্ন স্কোর ছিল সেটি। কিন্তু এবার পুরনো রেকর্ড ভেঙে সর্বনিম্ন স্কোর করার ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে ভারতীয় ক্রিকেটাররা।

অষ্ট্রেলিয়া টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র 36 রানে তাঁরা অজিতের কাছে আত্মসমর্পণ করেছে। তবে অ্যাডিলেড টেস্ট এর দ্বিতীয় ইনিংস সম্পূর্ণভাবে ভুলে গিয়ে নতুন করে টিম ইন্ডিয়া ঘুরে দাঁড়াতে প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। টেস্ট ইতিহাসে সর্বনিম্ন স্কোর করায় ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট নিয়ে সর্বক্ষেত্রে চলছে সমালোচনা। এদিকে বক্সিং ডে টেস্ট খেলার তোড়জোড় শুরু হয়ে গেছে। কিন্তু ভারিতীয় টিমের দুশ্চিন্তা বাড়িয়ে চোট পেয়ে মহম্মদ শামি এইমুহুর্তে অনিশ্চিত হয়ে পড়েছেন।

পাশাপাশি অধিনায়ক বিরাট কোহলিও অষ্ট্রেলিয়ার সাথে দ্বিতীয় টেস্টে থাকবেন না বলেই জানা যাচ্ছে। আর তাই আপাতত পরিবর্তনের রাস্তায় হাঁটছে ভারত। আর তাই পরিবর্তনের হাত ধরে এবার দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছেন ভারতীয় ক্রিকেটের তরুণ তুর্কিরা। প্রসঙ্গত, সম্প্রতি বাবা হতে চলেছেন বিরাট কোহলি। তাই অ্যাডিলেড টেস্টের পর বিরাট কোহলি দেশে ফিরতে চলেছেন। খুব সম্ভবত দ্বিতীয় টেস্টে বিরাট কোহলির জায়গায় খেলতে চলেছেন লোকেশ রাহুল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দ্বিতীয় টেস্টে অভিষেক হতে পারে আরও এক তরুণ তুর্কি যিনি আইপিএলে নজর কেড়েছিলেন, সেই শুভমন গিলের। তবে দ্বিতীয় টেস্টের ব্যাটিং অর্ডার কি হবে তা অবশ্য এখনও জানা যায়নি। সূত্রের খবর, ভারতীয় ক্রিকেটের উইকেট কিপিংয়েও আসতে চলেছে পরিবর্তন। খুব সম্ভব ঋদ্ধিমান সাহার বদলে উইকেটের পেছনে দেখা যেতে চলেছে ঋষভ পন্থকে। আপাতত অষ্ট্রেলীয় টেস্টের সিরিজে অস্ট্রেলিয়া প্রথম ধাপ এগিয়ে গেল। আগামী 26 তারিখ থেকে মেলবোর্নে শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট ম্যাচ। 

প্রশ্ন উঠছে, দ্বিতীয় টেস্ট ম্যাচে ব্যাপক পরিবর্তন ভারতীয় ক্রিকেট টিমকে কি অষ্ট্রেলীয়দের সামনে দাঁড় করাতে পারবে? ভারতীয় ক্রিক্রটমহলের দাবী, অষ্ট্রেলীয় প্লেয়ারদের অভিজ্ঞতা এবং ক্রিকেটশৈলী মিলেমিশে দারুণ ক্রিকেট উপহার দেয় সবসময়। সেক্ষেত্রে সেকেন্ড টেস্টে ভারতীয় টিমের অনভিজ্ঞতা পথের কাঁটা হয়ে দাঁড়াবে না তো?   লজ্জাজনক হারের পর ভারতীয় ক্রিকেট দল কিভাবে নিজেদের উজ্জীবিত করতে পারে এবং অস্ট্রেলিয়া প্লেয়ারদের এক ধাক্কায় পিছিয়ে দিতে পারে সেদিকেই এখন কড়া নজর থাকছে ক্রিকেট বিশেষজ্ঞদের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!