এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আজ ফের কমিশনের দ্বারস্থ তৃণমূল, উপনির্বাচন নিয়ে জল্পনা!

আজ ফের কমিশনের দ্বারস্থ তৃণমূল, উপনির্বাচন নিয়ে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের একাধিক বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন বাকি রয়েছে। বারবার সেই ব্যাপারে তৃণমূলের পক্ষ থেকে আবেদন করা হয়েছে নির্বাচন কমিশনের কাছে। কিন্তু এখনও পর্যন্ত সেই উপনির্বাচন করানোর ব্যাপারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তবে রাজ্যের একাধিক বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন যাতে দ্রুত করানো হয়, তার জন্য আজ ফের কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল কংগ্রেস। মূলত, আজ তৃণমূলের পক্ষ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে পারে। আর সেখানেই রাজ্যে দ্রুত যাতে যে সমস্ত বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন বাকি রয়েছে, তা যাতে সম্পন্ন করা হয় এবং উদ্যোগ গ্রহণ করা হয়, তার জন্য আবেদন করা হবে।

সূত্রের খবর, আজ তৃণমূলের পক্ষ থেকে দুপুরে একটি প্রতিনিধিদল রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে যাবে। যে প্রতিনিধি দলে থাকবেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং তাপস রায়। বলা বাহুল্য, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেও, তিনি নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন। তাই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ছয় মাসের মধ্যে তাকে যে কোনো একটি বিধানসভা কেন্দ্র থেকে জিতে আসতে হবে। তবে বিধানসভা কেন্দ্র ফাঁকা হলেও এখনও পর্যন্ত নির্বাচন করানোর ব্যাপারে কমিশনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এই পরিস্থিতিতে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন না হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না বলেই দাবি করছেন একাংশ। যার জেরে তৃণমূলের পক্ষ থেকে দ্রুত যাতে নির্বাচন করানো হয়, তার জন্য কমিশনের কাছে বারবার আবেদন করা হচ্ছে। কিন্তু কমিশনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ না করার কারণে আবার সেই কমিশনের দরজায় কড়া নাড়তে চলেছে ঘাসফুল শিবির। আর সেই কারণেই আজ রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে তৃণমূলের প্রতিনিধি দলের পৌঁছে যাওয়ার উদ্যোগ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের মতে, এর আগেও বাংলার বাকি থাকা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু তারপরেও অবস্থার উন্নতি হয়নি। সেভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ব্যাপারে কোন বিষয় প্রকাশ করা হয়নি। তবে এবার আবার কমিশনের দরজায় কড়া নেড়ে যাতে বাংলার বিধানসভা উপনির্বাচনগুলো দ্রুত সম্পন্ন করা যায়, তার জন্য রাজ্য নির্বাচনের কমিশনের দ্বারস্থ হতে চলেছে ঘাসফুল শিবির। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কমিশনের কাছে গিয়ে তৃণমূল কংগ্রেস এই ব্যাপারে কোনো সুখবর আদায় করে আনতে পারে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!