এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আজ ফের মেগা যোগদান, বিধায়ক সংখ্যা বাড়তে চলেছে ঘাসফুলের!

আজ ফের মেগা যোগদান, বিধায়ক সংখ্যা বাড়তে চলেছে ঘাসফুলের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মুকুল রায়ের পর বিজেপিকে ধাক্কা দিয়ে সোমবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। আর তারপর থেকেই তৃণমূলে যোগদানের জন্য রাস্তা খুলে গিয়েছে বিজেপির অনেক বিধায়কের বলে জল্পনা তৈরি হয়েছিল। এক্ষেত্রে এবার ধীরে ধীরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের ঢল পড়ে যাবে বলে দাবি করেছিলেন একাংশ। আর সেই মতো করেই এবার কি জল্পনা সত্যি হতে চলেছে? বিশেষ সূত্র মারফত খবর, আজ মঙ্গলবার আবার মেগা যোগদান পর্ব অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের। যেখানে বিজেপির আরও এক হেভিওয়েট বিধায়ক পদ্ম শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে শামিল হতে পারে খবর। যাকে কেন্দ্র করে রীতিমতো গুঞ্জন ঊর্ধ্বমুখী।

সূত্রের খবর, আজ মঙ্গলবার দক্ষিণ কলকাতার একটি হোটেলে দলবদল প্রক্রিয়া অনুষ্ঠিত হতে পারে। যেখানে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। যার হাতে তৃণমূলের পতাকা তুলে দিতে পারেন দলের মহাসচিব তথা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বলা বাহুল্য, একসময় এই বিশ্বজিৎবাবু তৃণমূল কংগ্রেসের সঙ্গেই যুক্ত ছিলেন। কিন্তু মুকুল রায় বিজেপিতে যাওয়ার পর তিনিও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে 2021 এর বিধানসভা নির্বাচনে সেই বিশ্বজিৎবাবু বিজেপির টিকিটে জয়লাভ করলেও, গেরুয়া শিবিরের কোনো অনুষ্ঠানে সেভাবে তাকে দেখতে পাওয়া যাচ্ছিল না। যার ফলে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় জল্পনা। অবশেষে তন্ময় ঘোষের মত হেভিওয়েট বিধায়ক তৃণমূলে যুক্ত হওয়ার পর বিশ্বজিৎ দাসও আজ ঘাসফুল শিবিরে শামিল হতে পারেন বলে গুঞ্জন তৈরি হয়েছে।

পর্যবেক্ষকদের মতে, যদি এবার বিশ্বজিৎবাবু তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে যান, তাহলে ভারতীয় জনতা পার্টির মাথায় হাত পড়ে যাবে। এক্ষেত্রে ব্যাপক চাপে পড়ে যাবে গেরুয়া শিবির। বিরোধী দলের জায়গা দখল করার পর থেকেই এই আশঙ্কা মাথাচাড়া দিয়েছিল বিজেপির অন্দরমহলে। কিন্তু যেনতেন প্রকারেন দলে ভাঙ্গন আটকাতে সবরকম চেষ্টা করেছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু তন্ময় ঘোষ দলবদল করার পর ধীরে ধীরে সেই প্রবণতা বাড়তে শুরু করেছে। তাই বর্তমান পরিস্থিতিতে বিশ্বজিৎ দাস তৃনমূল কংগ্রেসে যোগ দেন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!