এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > আজ ফের রাজ্যে মোদি, খড়্গপুরে সভা! টানটান উত্তেজনা!

আজ ফের রাজ্যে মোদি, খড়্গপুরে সভা! টানটান উত্তেজনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, তাদের একজন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর জন্য কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী সকলে বাংলার ডেইলি প্যাসেঞ্জার হয়ে গিয়েছে। অর্থাৎ নির্বাচনের মুখে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির অন্যান্য হেভিওয়েট নেতা রাজ্যে আসাতেই যে তৃণমূল কংগ্রেস এইরকম কটাক্ষ করছে, তা বলাই যায়।

ইতিমধ্যেই নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে প্রচার। প্রতিটি রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। আর এই পরিস্থিতিতে লড়াই যখন কার্যত টানটান উত্তেজনাময় হয়ে উঠেছে, ঠিক তখনই ফের রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সূত্রের খবর, আজ ফের রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী। যেখানে খড়্গপুরে বিজেপি প্রার্থীর সমর্থনে একটি সভায় রয়েছে তার। প্রসঙ্গত উল্লেখ্য, এই খড়গপুর বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। গত 2016 সালের বিধানসভা নির্বাচনে খড়গপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

স্বাভাবিকভাবেই তিনিও এবারও এই কেন্দ্র থেকে দাড়াতে পারেন বলে ফলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। কিন্তু পরবর্তীতে এই কেন্দ্রের প্রার্থী হিসেবে বিশিষ্ট অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করে ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই সেই বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শোতে অংশ নিতে দেখা গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। আর আজ সেই খড়্গপুরে সভা করতে আসছে বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বিজেপির মধ্যে যথেষ্ট উত্তেজনা তৈরী হয়েছে। বিজেপি নেতাকর্মীদের দাবি, প্রধানমন্ত্রী খড়্গপুরে আসায় দলের প্রভাব অনেকটাই বাড়বে। তবে তৃণমূল অবশ্য প্রধানমন্ত্রীর এই সফরকে কটাক্ষ করতে ব্যস্ত। তাদের দাবি, বাংলায় এবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ে বারবার বাংলায় আসতে হচ্ছে নরেন্দ্র মোদিকে। কিন্তু এসব করে লাভের লাভ কিছুই হবে না। তবে যে যাই বলুন না কেন, হেভিওয়েট প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের এনে বিজেপি যে এখন থেকেই নির্বাচনী ময়দান কে জমজমাট করে তুলতে চাইছে, তা বলাই যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, খড়্গপুরে এসে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করে তৃণমূলের বিরুদ্ধে ঠিক কি কি বিস্ফোরক মন্তব্য করেন প্রধানমন্ত্রী, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!