এখন পড়ছেন
হোম > রাজ্য > আজ থেকে খুলছে স্কুল, “পাড়ায় শিক্ষালয়” নিয়ে গোপন রহস্য ফাঁস! জানলে চমকে যাবেন!

আজ থেকে খুলছে স্কুল, “পাড়ায় শিক্ষালয়” নিয়ে গোপন রহস্য ফাঁস! জানলে চমকে যাবেন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অবশেষে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে খুলতে চলেছে রাজ্যের স্কুল থেকে শুরু করে কলেজ। তবে অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শ্রেণিকক্ষে ক্লাস হবে। কিন্তু পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর ক্লাস হবে পাড়ায় শিক্ষালয়ে। স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। সরকারের এই সিদ্ধান্তকে অবাস্তব বলে দাবি করছেন একাংশ। আর এই পরিস্থিতিতে কেন সরকার এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই ব্যাপারে গোপন রহস্য ফাঁস করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

সূত্রের খবর, এদিন একটি সাংবাদিক বৈঠক করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। যেখানে তিনি বলেন, “বৃহস্পতিবার থেকে স্কুল খোলা হচ্ছে। ছাত্ররা, মাস্টারমশাইরা, অভিভাবকরা, সবাই মিলে যখন বলছেন, এটা অপরাধ হচ্ছে। একটা প্রজন্মের সর্বনাশ করা হচ্ছে। শেষমেষ স্কুল খুললেন। ক্লাস এইট খুলবে, সিক্স, সেভেন খুলবে না। আপার প্রাইমারি টিচার স্কুলে নয়, পাড়ায় শিক্ষালয়ে পড়াতে যাবেন। এটা কি সম্ভব? স্কুল করতে গেলে ঘর বানাতে হবে। সরকার স্কুল খুলতে চায়নি। চাপে পড়ে স্কুল খুলেছে। কজন ড্রপ আউট হয়ে গেছে, তা সরকার জানে না। ছাত্র ফেডারেশন আদালতে জানিয়ে দিয়েছে। ড্রপ আউটের লিস্ট তাদের কাছে আছে।”

বিশেষজ্ঞরা বলছেন, সুজন চক্রবর্তী একথা বলে বুঝিয়ে দিলেন যে, সরকারের স্কুল খোলা সদিচ্ছা নেই। কিন্তু সকলের চাপের মুখে পড়ে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তবে পাড়ায় শিক্ষালয় প্রকল্প একেবারেই যে অবাস্তব, তা স্পষ্ট করে দিলেন সুজনবাবু বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!