আজ থেকেই গভীর ধ্যানে মোদী, প্রধানমন্ত্রীর আধ্যাত্মিকতায় জ্বলছে বিরোধীরা! জাতীয় বিজেপি রাজনীতি রাজ্য May 30, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সপ্তম দফার ভোটের শেষ প্রচার আজ। আর আজ থেকেই বিবেকানন্দ রকে ধ্যানে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাকে বিভিন্ন ভাবে কটাক্ষ করছে বিরোধীরা। কিন্তু আধ্যাত্মিকতায় বিশ্বাসী মোদী এসবে গুরুত্ব দিতে নারাজ। তাই যে যাই বলুন না কেন, মোদীর এই পদক্ষেপ যে তার নিজস্ব, সেই ব্যাপারে দ্বিমত নেই কারও মধ্যেই। সূত্রের খবর, আজ ভোট প্রচার শেষে কন্যাকুমারী পৌছে যাবেন নরেন্দ্র মোদী। আর সেখানেই বিবেকানন্দ রকে ধ্যানে বসবেন তিনি। আগামী শনিবার পর্যন্ত তার এই ধ্যান চলবে বলে খবর। ইতিমধ্যেই গোটা বিষয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মোদীর এই প্রথম ধ্যানে মগ্ন হওয়া নয়, এর আগেও নির্বাচন শেষে তিনি এইভাবেই ধ্যানে বসেছিলেন। তাই এবার তার এই ধরনের পদক্ষেপে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুললেও দেশের মানুষ বিজেপি এবং নরেন্দ্র মোদীর পক্ষেই রয়েছেন। বরঞ্চ নরেন্দ্র মোদীর এই ধ্যানকে নিয়ে যারা প্রশ্ন তুলবেন, তারাই জনতা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আপনার মতামত জানান -