এখন পড়ছেন
হোম > রাজনীতি > আজই বাজতে চলেছে পৌরভোটের দামামা! কমিশনের ঘোষণার দিকে তাকিয়ে সব পক্ষ!

আজই বাজতে চলেছে পৌরভোটের দামামা! কমিশনের ঘোষণার দিকে তাকিয়ে সব পক্ষ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বেশ কিছু জটিলতা থাকার কারণে হাওড়া পৌরসভা নির্বাচনের বিজ্ঞপ্তি হয়ত বা জারি করা সম্ভব হবে না। কিন্তু আজ দুপুর বারোটার সময় সাংবাদিক বৈঠক করে কলকাতা পৌরসভার নির্ঘন্ট ঘোষণা করতে পারে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই এই ব্যাপারে একপ্রকার নিশ্চিত খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, আগামী 19 ডিসেম্বর কলকাতা পৌরসভার নির্বাচন করানোর ব্যাপারে আজ বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।

বলা বাহুল্য, প্রায় বেশ কিছুদিন আগেই রাজ্যের পক্ষ থেকে আগামী 19 ডিসেম্বর যাতে কলকাতা এবং হাওড়া পৌরসভা নির্বাচন করানো যায়, তার জন্য কমিশনের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে প্রথম থেকেই এর বিরোধিতা করেছে ভারতীয় জনতা পার্টি। এক্ষেত্রে হাওড়া পৌরসভা থেকে বালিকে আলাদা করার জন্য রাজ্য বিধানসভায় প্রস্তাব হয়েছে। কিন্তু সেই প্রস্তাবে এখনও পর্যন্ত সরকারি সীলমোহর দেয়নি রাজভবন। যার ফলে তা নিয়ে এখনও কিছুটা হলেও জটিলতা রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই সেক্ষেত্রে হাওড়া পৌরসভার নির্বাচনের দিন ঘোষণা না করলেও আজ কলকাতা পৌরসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন। আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা। তারপরেই রাজ্য নির্বাচন কমিশনার সাংবাদিক বৈঠক করে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে খবর। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!