এখন পড়ছেন
হোম > রাজনীতি > আজই চার কেন্দ্রে উপনির্বাচন, কেন্দ্রীয় বাহিনী নিয়ে বড় পদক্ষেপ কমিশনের! জেনে নিন!

আজই চার কেন্দ্রে উপনির্বাচন, কেন্দ্রীয় বাহিনী নিয়ে বড় পদক্ষেপ কমিশনের! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আজ রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। যার মধ্যে রয়েছে মানিকতলা বাগদা রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র। শাসক থেকে শুরু করে বিরোধী, সকলেই নিজেদের দখলে আসনগুলি রাখতে রীতিমত মরিয়া হয়ে উঠেছে। আর এই পরিস্থিতিতে নিরাপত্তার ক্ষেত্রে যাতে কোনো খামতি না থাকে, তার জন্য সবরকম প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। চার বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের জন্য প্রায় ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বলে খবর।

সূত্রের খবর, চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে বাগদা বিধানসভা কেন্দ্রে। যেখানে ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রানাঘাট দক্ষিনে ১৯ কোম্পানি, রায়গঞ্জে ১৬ কোম্পানি এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। অর্থাৎ চার কেন্দ্রের উপনির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে যাতে বিশৃঙ্খলা এড়ানো যায়, তার চেষ্টা করছে কমিশন। তবে শেষ পর্যন্ত ভোট কতটা শান্তিপূর্ণ হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!