এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আজকে গেরুয়া শিবিরের হেস্টিংসের বৈঠকে অনুপস্থিতির কারণ হিসাবে মুকুল রায় করলেন বিস্ফোরক উক্তি

আজকে গেরুয়া শিবিরের হেস্টিংসের বৈঠকে অনুপস্থিতির কারণ হিসাবে মুকুল রায় করলেন বিস্ফোরক উক্তি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2017 সালে মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে আসেন। এবং তারপর থেকেই মুকুল রায়ের হাত ধরে একে একে তৃণমূল ছেড়ে অনেক নেতা নেত্রী বিজেপিতে যোগদান করেন। পাশাপাশি মুকুলের দায়িত্বে 2019 এর লোকসভা নির্বাচনে বিজেপি 3 থেকে 18 পৌঁছায়। কিন্তু মুকুল রায় একুশের বিধানসভা নির্বাচনের আগে অদ্ভুতভাবে নিশ্চুপ হয়ে গিয়েছেন। এমনকি তিনি বিধায়ক পদে জয়লাভ করেও সেই অর্থে কিছুই বলেননি দলের হয়ে। পাশাপাশি আজকে বিজেপির সাংগঠনিক বৈঠক হয়েছে হেস্টিংসের অফিসে এবং সেখানেও মুকুল রায়কে অনুপস্থিত দেখা গিয়েছে।

জল্পনা যখন তুঙ্গে, ঠিক সেসময় মুকুল রায় পাল্টা মন্তব্য করলেন যা বিতর্ক চতুর্গুণ বাড়িয়ে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আজকে হেস্টিংসের অফিসে সাংগঠনিক বৈঠকের ডাক দিয়েছিলেন এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের হেভিওয়েট বিজেপি নেতা নেত্রীরা। কিন্তু সেই বৈঠকে অনুপস্থিত থাকতে দেখা গিয়েছে নবনির্বাচিত বিধায়ক তথা গেরুয়া শিবিরের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়কে। আর তাই নিয়েই শুরু হয়েছিল জল্পনা। জল্পনা তুঙ্গে ওঠার সাথে সাথেই মুকুল রায় করলেন বিস্ফোরক মন্তব্য। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, রাজ্য বিজেপি সভাপতির বৈঠকে তিনি কোন আমন্ত্রণ পাননি, তাই তিনি যাননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি মুকুল রায় জানিয়ে দেন, তিনি ব্যক্তিগত সমস্যা নিয়েই এই মুহূর্তে অত্যান্ত চিন্তিত। তার ওপর আজকের বৈঠক সম্পর্কে তাঁর কাছে কোনো খবর নেই। তাঁকে কেউ আমন্ত্রণ করেনি এবং তাই তিনি বৈঠকে যাননি। প্রসঙ্গত রাজনৈতিক অন্দরমহলে কান পাতলে শোনা যায়, বিজেপির দিলীপ ঘোষ এবং মুকুল রায়ের দ্বন্দ্ব আজকের নয়, বহুদিনের। তাই মুকুল রায়ের স্ত্রীকে যখন দিলীপ ঘোষ দেখতে গিয়েছিলেন তখনও মুকুল রায় বিতর্কিত মন্তব্য করেছিলেন। পাশাপাশি মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে।

উল্লেখ্য, দিলীপ ঘোষের আগে কিন্তু মুকুল রায়ের স্ত্রীকে হাসপাতালে দেখতে পৌঁছেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খুব স্বাভাবিকভাবেই মুকুল রায়ের আজকের মন্তব্য গেরুয়া শিবিরকে আরো একবার অস্বস্তির মুখে দাঁড় করালো বলে মনে করা হচ্ছে। মনে করা হচ্ছে, মুকুল ও বিজেপির দূরত্ব এই বিস্ফোরক মন্তব্যের পর আরো বাড়তে চলেছে। পাশাপাশি এই মন্তব্যের হাত ধরে মুকুলের সঙ্গে তৃণমূলের সম্পর্কের সরলীকরণ কোন নতুন মোড় নেয় কিনা, সেটাও দেখার। অন্যদিকে আজকে তৃণমূল ছেড়ে যাওয়া বিজেপি নেতা রাজীব ব্যানার্জ্জীও বৈঠকে অনুপস্থিত ছিলেন এবং তিনিও বিস্ফোরক ফেসবুক পোস্ট করে গেরুয়া শিবিরের বিরোধিতা করেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!