এখন পড়ছেন
হোম > জাতীয় > অযোধ্যায় রামমন্দির – স্বপ্ন সফল আডবানীর রথযাত্রার, রথ আটকানো লালুপ্রসাদ জানলেন জেলের মধ্যেই!

অযোধ্যায় রামমন্দির – স্বপ্ন সফল আডবানীর রথযাত্রার, রথ আটকানো লালুপ্রসাদ জানলেন জেলের মধ্যেই!


 

বহুপ্রতিক্ষিত অযোধ্যার মামলার রায়দান হয়েছে গতকাল। রাম মন্দির হওয়ার ব্যাপারে সবুজ সঙ্কেত দেওয়ায় খুশি সকলেই। তবে অতীতের কিছু ঘটনা আজ বড় ভেসে আসতে শুরু করেছে। সময়টা ছিল, 1990 সালের 23 অক্টোবর। তৎকালীন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের নির্দেশের আটকে গেল বিজেপির লালকৃষ্ণ আডবানির রথ। গ্রেপ্তার হলেন বিজেপি সভাপতি। কিন্তু অতীত যেন বারে বারেই ফিরে আসে। এবার অযোধ্যা মামলার রায়ে সেই লালকৃষ্ণ আডবানির থমকে যাওয়া রথ ফের চলতে শুরু করল নিজের গতিতেই।

এদিন এই প্রসঙ্গে সমস্তিপুরের ঘটনার কথা স্মৃতির মণিকোঠায় রেখে তার মুখ দিয়ে উচ্চারণ করতে থাকেন প্রবীণ সাংবাদিক এসডি নারায়ন। তিনি বলেন, “খুব ভোরে আমার টেলিফোনটা বেজে উঠল। অবাক হয়ে গেল। ওপ্রান্তে মুখ্যমন্ত্রী নিজে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে লালু যাদবের কথা, কত ঘুমাতে হয়! জানতাম মুখ্যমন্ত্রী নিজেও দেরিতে ওঠেন। জানতে চাইলাম, আপনি এত সকাল-সকাল, ব্যাপার কি! “বাবা কো পাকার লিয়া” উত্তেজিতভাবে জবাব দিলেন মুখ্যমন্ত্রী।” তিনি আরও বলেন, হাজিপুরে লালকৃষ্ণ আডবানির অভ্যর্থনা ছিল চোখে পড়ার মত‌‌।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায়, সরকারিভাবে সাংবাদিক মহল এই লালকৃষ্ণ আডবাণী গ্রেফতারের খবর পাওয়ার পরই তার সমস্তিপুর জেলাশাসক জানিয়েছিলেন।যেখানে লালকৃষ্ণ আডবাণীকে একটি সরকারি গেস্ট হাউসে তোলার পর কয়েকদিন বাদেই ছেড়ে দেওয়া হয়। তবে লালকৃষ্ণ আডবানি গ্রেপ্তার হওয়ার পরেই এই রথযাত্রা কিছুটা থমকে গেলেও গোটা দেশের বিভিন্ন প্রান্তে হিংসা ছড়িয়ে পড়তে শুরু করে। যা অসংখ্য করসেবককে অযোধ্যার দিকে যাত্রা করাতে বাধ্য করে।

আর এরপরই উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের সময় বাবরি মসজিদে অভিযান চালাতে গিয়ে 28 করসেবকের মৃত্যু হয়। সেই প্রসঙ্গে মুলায়ম সিং বলেছিলেন, “দেশের ঐক্যের স্বার্থে যদি আরও বেশি মানুষকে মারতে হত, তাহলে নিরাপত্তা বাহিনী সেটাই করত।” যা নিয়ে অনেক মহলে বিতর্কও তৈরি হয়েছিল।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় রাজনীতিতে দুই যুযুধান চরিত্র হিসেবেই পরিচিত লালকৃষ্ণ আডবাণী এবং লালুপ্রসাদ যাদব। তবে লালুপ্রসাদ যাদব বর্তমানে ঝাড়খণ্ডের জেলে দিন কাটানোয় তিনি সকলের চক্ষুর অন্তরালে রয়েছেন। পাশাপাশি বিজেপি ক্ষমতায় থাকলেও সেইভাবে দলের পাদপ্রদীপে নেই লালকৃষ্ণ আডবাণী। তবে একসময় লালু প্রসাদ যাদবের সঙ্গে লড়াইয়ে তিনি জয় না পেলেও গতকাল অযোধ্যার রায়ে তিনি সেই জয় পেলেন বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

যার পরিপ্রেক্ষিতে অদৃষ্টের নিষ্ঠুর পরিহাস হিসেবে সেই সময় দাপট দেখানো লালুপ্রসাদ যাদবকে এই রায় জেলে বসেই শুনতে হল। যে গোটা ঘটনা অত্যন্ত ঐতিহাসিক এবং স্মৃতির পেক্ষাপটে বর্তমানকে সাথে নিয়ে ভবিষ্যতে অনেকটাই বিচিত্রময় করে তুলল বলে দাবি বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!