এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অজয় দের পর করোনা কাড়ল শাসকদলের আরও এক প্রাক্তন বিধায়কের প্রাণ! শোকস্তব্ধ তৃণমূল শিবির!

অজয় দের পর করোনা কাড়ল শাসকদলের আরও এক প্রাক্তন বিধায়কের প্রাণ! শোকস্তব্ধ তৃণমূল শিবির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  যত দিন যাচ্ছে, ততই যেন করোনা ভাইরাস ক্রমাগত জাঁকিয়ে বসতে শুরু করেছে গোটা ভারতবর্ষে জুড়ে। একের পর এক বিশিষ্ট জনেরা এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারাতে শুরু করেছেন। প্রথম ঢেউয়ে যত বেশি আক্রান্ত এবং মৃত্যু হয়েছিল, দ্বিতীয় ঢেউ তার থেকে আরও বেশি বিপজ্জনক বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই বাংলার একাধিক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এই করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন।

সম্প্রতি গত শুক্রবার করোনা ভাইরাসে মৃত্যু হয়েছিল তৃণমূল কংগ্রেসের শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অজয় দের। আর এবার ভয়াবহ এই মারন ভাইরাসে প্রাণ হারালেন নলহাটি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রাক্তন বিধায়ক মইনুদ্দিন শামস। আর একের পর এক দলের গুরুত্বপূর্ণ নেতা তথা প্রাক্তন বিধায়করা এইভাবে করোনা ভাইরাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করায় রীতিমত শোকস্তব্ধ তৃণমূল শিবির।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই জ্বর এসেছিল নলহাটির এই প্রাক্তন তৃণমূল বিধায়কের। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হলে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। কিন্তু তারপর আবার তার পরীক্ষা করা হলে সেই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল। তবে শুক্রবার থেকে দ্রুত শরীর খারাপ হতে শুরু করে তৃণমূলের প্রাক্তন বিধায়কের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর আজ রবিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মইনুদ্দিন শামস। আর এখানেই একাংশের প্রশ্ন, করোনা রিপোর্ট নেগেটিভ আসার পরেও কেন মৃত্যু হল তৃণমূলের প্রাক্তন বিধায়কের? তাহলে কি সেই করোনা রিপোর্টে কোনোরকম গাফিলতি ছিল! নাকি অন্য কোনো রোগে আক্রান্ত ছিলেন তিনি!

ইতিমধ্যেই তৃণমূলের এই প্রাক্তন বিধায়কের মৃত্যুতে রীতিমত শোকের আবহ তৈরি হয়েছে গোটা রাজনৈতিক মহলে। একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যু মেনে নিতে পারছেন না বিশেষজ্ঞরা। একাংশ বলছেন, নির্বাচনের সময় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আসার পরেও রাজনৈতিক দলগুলো সচেতনতা পালন করেনি। ভোটের প্রচার, মিটিং, মিছিল করার কারণে লাগাতারভাবে এই করোনা ভাইরাস বাংলায় বৃদ্ধি পেয়েছে।

যার ফলস্বরুপ ভোটের সময় মুর্শিদাবাদের দুই বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী এই করোণা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন। এমনকি ভোট হয়ে গেলেও তারপর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছিল খড়দহের জয়ী প্রার্থী কাজল সিনহাকে। আর এই অবস্থায় এবার তৃণমূলের আরেক প্রাক্তন বিধায়কের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু শোকের আবহ তৈরি করেছে রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!