এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলো ছাড়তে হওয়ায় বিজেপিকে একরাশ আক্রমণ ছুঁড়ে দিলেন অখিলেশ

বাংলো ছাড়তে হওয়ায় বিজেপিকে একরাশ আক্রমণ ছুঁড়ে দিলেন অখিলেশ


সুপ্রিম কোর্টের নির্দেশে মুখ্যমন্ত্রীর বাসভবন খালি করতে হলো সপা’র নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে। এরপরেই তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে সরকারী ঐ বাসভবনের ব্যাপক ক্ষয় ক্ষতি করেছেন তিনি। জলের কল খুলে নেওয়ার মতো অভিযোগও করা হয়েছে উত্তরপ্রদেশ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। এদিন হাতে দুটি জলের কল নিয়ে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে তিনি বললেন, ” মিডিয়ার মারফত বিজেপিকে জলের কল দিতে এসেছি।” এদিন সাংবাদিক বৈঠকের ব্যাঙ্গের ভঙ্গিতে সপা সুপ্রিমো তাঁর বক্তব্য রাখলেও আদতে তিনি খুবই অসন্তউষ্ট হয়েছেন সেটা তাঁর সম্পূর্ণ বক্তব্য শুনলেই জানা যায়। তিনি পরিষ্কার ভাষায় বলেন , মুখ্যমন্ত্রীর ঐ আবাসনে তাঁর নিজের জিম এবং স্টিলের কাঠামো ছিল। সেগুলিই নতুন বাড়িতেও ব্যবহার করবেন এই উদ্দেশ্যে তিনি খুলে নিয়ে গিয়েছেন। এদিন অখিলেশ যাদব অভিযোগের সুরেই বললেন, ” মিডিয়ার সাহায্য নিয়ে বিজেপি আমাকে বদনাম করতে চাইছে। আমি ফোটোগ্রাফিও জানি। ভাঙাচোরাকে বাড়িয়ে দেখাতে বিশেষ অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উল্লেখ্য অখিলেশ যাদব বিতর্কিত ঐ সরকারী আবাসন খালি করে দেওয়ার পরেই মিডিয়ায় দেখানো কিছু ছবি ও ভিডিয়ো সূত্রে দেখা যায় একটি সাইকেল ট্র্যাকের ক্ষতি হয়েছে। দেওয়াল থেকে এসি মেশিন খুলতে গিয়ে দেওয়ালেরও ক্ষতি হয়েছে। একটি ব্যাডমিন্টন খেলার জন্যে নির্মিত কোর্টের জমির ও ক্ষতি হয়েছে। শু তাই নয় আরোও জানা যাচ্ছে ঐ বাংলোটিতে একটি সুইমিং পুল ছিল, সেটি অখিলেশ যাদব বুজিয়ে দিয়েছেন। রাজ্যের বর্তমান শাসক দলের পাশাপাশি রাজ্যপালকে কটাক্ষ করতেও এদিন কসুর করলেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। রাজ্যপাল প্রসঙ্গে তিনি বললেন, “রাজ্যপাল ভাল মানুষ। কিন্তু ওঁর হৃদয়ে সংবিধান নেই, আরএসএস আছে।” এখন সপা প্রধানের অভিযোগ তিনি বাংলো ছাড়ার পর সরকারের দুই অফিসারকে দিয়ে বাংলোর ক্ষতি করিয়ে মিডিয়াকে ডেকে এনে দেখিয়েছে আদিত্যনাথের সরকার। এখন তাঁর প্রশ্ন,” কেন মিডিয়ার কাছে দেখানোর আগে সিএমের ওএসডি অভিষেক (কৌশিক) এবং আইএএস মৃত্যুঞ্জয় নারাইন আমার বাড়িতে গিয়েছিলেন?” একইসাথে তিনি বললেন রাজ্যে ধারাবাহিক ভাবে কয়েকটি উপ নির্বাচনে পরাজয়ের পরে বিজেপি শিবির এখন তাঁর বিরুদ্ধে কুৎসা করে জনগনের কাছে তাঁর ভাবমূর্তি নষ্ট করতে উদ্যোগী হয়েছে গেরুয়া শিবির। এদিনের সাংবাদিক বৈঠকের মাধ্যমে তিনি গেরুয়া শিবির কে সচেতন করে দিলেন একথা জানিয়ে যে সেসকল সরকারী অফিসারদের সাহায্যে তাঁকে বদনাম করা হচ্ছে অল্প দিন পরেই তাঁরাই বিজেপি নেতারা বাংলো ছাড়ার পর হয়তো সেখান থেকে গাঁজার ‘ছিলিম’ উদ্ধার করবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!