এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > আক্রান্ত কর্মীদের জন্য বড় দায়িত্ব নিলেন শুভেন্দু! উচ্ছ্বসিত পদ্ম শিবির!

আক্রান্ত কর্মীদের জন্য বড় দায়িত্ব নিলেন শুভেন্দু! উচ্ছ্বসিত পদ্ম শিবির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ভোট পরবর্তী সন্ত্রাসের ফলে দিকে দিকে আক্রান্ত বিজেপি কর্মীরা। আর সেই পরিস্থিতিতে একমাত্র বিজেপির হয়ে সেই আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে ছুটে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। আজকেও তিনি কোচবিহারে গিয়ে আক্রান্তদের সঙ্গে দেখা করে তাদের বড় কথা দিয়েছেন। যার ফলে কিছুটা হলেও আশ্বস্ত পদ্ম শিবিরের নীচুতলায় লড়াই করা নেতা কর্মীরা।

প্রসঙ্গত, আজ কোচবিহারে আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। আর সেখানেই তাদের আশ্বস্ত করে তিনি বার্তা দেন যে, যতক্ষণ না তাদের নিরাপত্তা সহকারে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে, ততক্ষণ তাদের থাকা খাওয়ার সব দায়িত্ব বিজেপির। এমনকি যারা আক্রান্ত হয়েছেন, তাদের চিকিৎসারও দায়িত্ব দলের বলে জানিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা। একাংশ বলছেন, এই সময় এভাবেই পাশে থাকাটা দরকার। যেটা ২০২১ সালের পর হয়ত কর্মীরা সেভাবে পায়নি।

কিন্তু এবার শুভেন্দু অধিকারী আক্রান্ত নেতা কর্মীদের পাশে দাঁড়ানোর কারণে এবং এইরকম বার্তা দেওয়ার কারণে সেই সমস্ত নীচুতলার কর্মীরা অত্যন্ত চ্যালেঞ্জিং হলেও আশ্বস্ত হচ্ছেন। শাসকের সন্ত্রাসের হাত থেকে বাঁচাতে দল যে পুরোপুরি তাদের সঙ্গে রয়েছে, সেই বার্তা দিয়ে শুভেন্দু অধিকারীও বুঝিয়ে দিচ্ছেন, নীচুতলায় লড়াই করা এই সমস্ত কর্মীরাই দলের একমাত্র সম্পদ। আর শুভেন্দুবাবুর এই বার্তা সংগঠনের ওপর ভরসা করা পদ্ম শিবিরকে আগামী দিনের জন্য অনেকটা চাঙ্গা করবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!