এখন পড়ছেন
হোম > জাতীয় > আক্রান্তের সংখ্যা নিম্নমুখী হতেই করোনার তৃতীয় ঢেউয়ের হাতছানি, আশঙ্কায় বিশেষজ্ঞরা!

আক্রান্তের সংখ্যা নিম্নমুখী হতেই করোনার তৃতীয় ঢেউয়ের হাতছানি, আশঙ্কায় বিশেষজ্ঞরা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  প্রথম ঢেউয়ের পর দ্বিতীয় ঢেউ ভারতবর্ষের পাশাপাশি অনেক দেশকে বিধ্বস্ত করে দিয়েছিল‌। তবে করোনা ভাইরাসকে সম্পূর্ণরূপে বিলীন করতে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে বিশ্বের প্রতিটি দেশে ইতিমধ্যেই তাকে আটকাতে তৎপর সকলে। ইতিমধ্যেই ভারতবর্ষে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে নীচের দিকে নামতে শুরু করেছে।

কিন্তু বিশেষজ্ঞদের একাংশ বলছেন, এখন থেকেই সচেতন থাকতে হবে গোটা বিশ্বকে। কারণ করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। তবে বিশেষজ্ঞদের সেই আশঙ্কা এবার কি সত্যি হতে শুরু করল? জানা গেছে, ইতিমধ্যেই ব্রিটেনে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে। এক টিকা বিশেষজ্ঞের এই আশঙ্কা এখন ক্রমশ ভাবাচ্ছে অন্যান্য দেশগুলোকে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত মে মাসেই ডেল্টা স্ট্রেনকে নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়তে শুরু করে। আর এবার ব্রিটেনে তা শুরু হয়ে গিয়েছে বলে খবর। এদিন এই ব্রিটেনের টিকাকরণ সংক্রান্ত কমিটির পরামর্শদাতা অধ্যাপক অ্যাডাম ফিন বলেন, “আমরা খানিকটা আশাবাদী হতেই পারি যে, এটা খুব দ্রুত ছড়াতে শুরু করবে না। কিন্তু এটা বাড়তে না শুরু করলেও, তৃতীয় ঢেউ যে শুরু হয়ে গিয়েছে, তা বলাই যায়।” আর এখানেই তৈরি হয়েছে শুঙ্কা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের প্রশ্ন, আর কতবার করোনা ভাইরাসের নতুন নতুন প্রজাতির সঙ্গে লড়াই করতে হবে গোটা বিশ্বকে? 2020, এই করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করেছে। 2021- এও এই ভয়াবহ মারন ভাইরাসের সঙ্গে লড়াই করতে হচ্ছে বিভিন্ন দেশকে। কিন্তু ধীরে ধীরে ভারতবর্ষে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ নিচের দিকে নামতে শুরু করেছে। যার ফলে ভ্যাকসিন প্রক্রিয়ার মধ্য দিয়ে করোনা ভাইরাসকে সম্পূর্ণরূপে দূরীকরণের চেষ্টা করছে গোটা দেশ। কিন্তু তার মাঝেই ব্রিটেনে এই ভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়ল।

বিশেষজ্ঞরা বলছেন, এখন থেকেই এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রতিটি দেশকে। কারন ব্রিটেনে এই আশঙ্কা তৈরি হলে বিশ্বের প্রতিটি দেশেই যে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়বে, তা বলাই যায়। তাই আগেভাগেই যদি পদক্ষেপ গ্রহণ করা না যায়, তাহলে পরবর্তীতে তা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কতটা শক্তিশালী হয় করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!