এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘আক্রমণের পূর্বাভাস ছিল আগে থেকেই’ কমিশনের নালিশ করে বিস্ফোরক তৃণমূল!

‘আক্রমণের পূর্বাভাস ছিল আগে থেকেই’ কমিশনের নালিশ করে বিস্ফোরক তৃণমূল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বুধবার নন্দীগ্রামে গিয়ে পায়ে আঘাত পান তৃণমূল নেত্রী তথা নন্দীগ্রামের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। মনোনয়নপত্র জমা করে বুধবার নন্দীগ্রামেই থাকার কথা ছিল তার। কিন্তু একটি ধর্মীয় অনুষ্ঠানে মানুষের জনসমাগম দেখে গাড়ির দরজা খুলে জনতার উদ্দেশ্যে নমস্কার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সময় জনতার ভিড়ে তার গাড়ির দরজা আটকে গেলে পায়ে চোট পান তৃণমূল নেত্রী। তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় কলকাতায়। ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে।

বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। আর এই ঘটনাকে হাতিয়ার করে এবার ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস। গোটা ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরব হয়েছে শাসকদল। যদিও বা বিরোধীদের পক্ষ থেকে সেই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে এবার কমিশনের দ্বারস্থ হয়ে বিস্ফোরক অভিযোগ করল তৃণমূল কংগ্রেস।

সূত্রের খবর, আজ তৃণমূলের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের দপ্তরে হাজির হয়। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন। আর সেখানেই শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণের পূর্বাভাস আগে থেকেই ছিল। শুধু তাই নয়, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন তুলছেন, তারা যেন হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলে আসেন, এই ব্যাপারেও মন্তব্য করতে দেখা যায় তৃণমূল নেতাদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থ্যাৎ এক দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রান্ত হওয়া নিয়ে বিরোধীদের সংশয় প্রকাশের জবাব এবং অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করার জন্য যে চক্রান্ত চলছে, সেই ব্যাপারে মন্তব্য করে রীতিমত শোরগোল ফেলে দিল তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন, নিঃসন্দেহে এই ঘটনা রাজ্য রাজনীতির প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভোটের মরসুমে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর এইভাবে পায়ে চোট লাগার বিষয়টি নিয়ে যেভাবে রাস্তায় নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস, তাতে ভোটের ইস্যু যে সরগরম, তা বলার অপেক্ষা রাখে না।

তাই এই পরিস্থিতিতে এবার নির্বাচন কমিশনের কাছে গোটা বিষয়টি নিয়ে তৃণমূলের পক্ষ থেকে হেভিওয়েট নেতারা হাজির হয়েছিলেন। আর সেখানেই অনেক আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণের পূর্বাভাস ছিল বলে বিস্ফোরক অভিযোগ করতে দেখা গেল পার্থ চট্টোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েনকে। সব মিলিয়ে এই ঘটনা নিয়ে এখন সরগরম রাজ্য রাজনীতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!