এখন পড়ছেন
হোম > অন্যান্য > একনজরে আজকের দিন — ১৪ই জুলাই ঃ ইতিহাসের পথ ধরে ফিরে দেখা

একনজরে আজকের দিন — ১৪ই জুলাই ঃ ইতিহাসের পথ ধরে ফিরে দেখা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –

আজ ১৪ই জুলাই। একনজরে জেনে নিন ঠিক আজকের তারিখে ইতিহাসে কোথায় কী ঘটেছিল।

১. ১৮৫৩ সালে আজকের দিনেই নিউজিল্যান্ডে প্রথম জেনারেল ইলেকশন হয়।

২. ১৯১৪ সালে আজকের দিনে বিজ্ঞানী রবার্ট গোডার্ড তার আবিষ্কৃত তরল জ্বালানীচালিত রকেট -এর জন্য পেটেন্ট পান।

 

৩. ১৯৩৩ সালে এই দিনে জার্মানিতে নাৎসি ব্যাতীত অন্য সব পার্টিকে নিষিদ্ধ করা হয়।

৪. ১৯৭২ সালে এই দিনে সোভিয়েত ইউনিয়ন মাটির তলায় পারমানবিক বোমা পরীক্ষা করেছিল।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

৫. ১৯৭৬ সালে এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৯ তম রাষ্ট্রপতি জিমি কার্টার প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন পেয়েছিলেন।

৬. ১৯৪৬ সালে এই দিনটিতে পোল্যান্ডে ইহুদিদের গনহত্যা করা হয়।

৭. ১৯৪২ সালে এই দিন ” বৃটিশ ভারত ছাড়ো ” আন্দোলনের প্রকল্প কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে গ্রহণ করা হয়।

 

৮. আজকের দিনেই ১৬৩৬ খৃষ্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান তার পুত্র ঔরঙ্গজেবকে দাক্ষিণাত্যের ভাইসরয় হিসেবে ঘোষণা করেন।

৯. ১৬৬৩ সালে এই দিনে ধর্মীয় নেতা, স্বামী শিবানন্দ স্বরস্বতি পরলোক গমন করেন।

১০. ফ্রান্সে আজকের দিনেই ১৭৮৯ খৃষ্টাব্দে বাস্তিল দূর্গের পতন হয়। এই দিনটিকে ফরাসীরা ” ফরাসী জাতীয় দিবস”( French National Day) রূপে পালন করে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!