এখন পড়ছেন
হোম > জাতীয় > অকস্মাৎ মুখ্যমন্ত্রীর আস্থাভাজনের বদলি, কেন্দ্রীয় চক্রান্তের অভিযোগ এনে আবার সংঘাতের পথে রাজ্য

অকস্মাৎ মুখ্যমন্ত্রীর আস্থাভাজনের বদলি, কেন্দ্রীয় চক্রান্তের অভিযোগ এনে আবার সংঘাতের পথে রাজ্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে গতকাল চিঠি পাঠিয়ে তলব করেছে কেন্দ্র সরকার। মুখ্য সচিবকে কেন্দ্রীয় সরকারের কাজে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। তাঁকে ছেড়ে দিতে চিঠি দেয়া হয়েছে রাজ্য সরকারকে। আগামী সোমবার তাঁকে কেন্দ্রীয় কর্মীবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রকে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। এই নির্দেশের পরই কেন্দ্রের সঙ্গে আবার সংঘাতে জড়াতে চলেছে রাজ্য। এর বিরোধিতা করে কেন্দ্রকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।

আগামী মাসে কর্ম থেকে অবসর নেওয়ার কথা ছিল রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের। তবে, মুখ্যমন্ত্রী অনুরোধ করেছিলেন, তাঁর কার্যকালের মেয়াদ আরও তিন মাস বাড়িয়ে দিতে। কেন্দ্রীয় সরকার সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে। এরপর কেন্দ্রের পক্ষ থেকে হঠাৎ বদলির নির্দেশ দেয়া হয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়কে। জরুরি তলব করে তাঁকে ডেকে পাঠানো হয়েছে নয়াদিল্লির নর্থ ব্লকে। অবিলম্বে তাঁকে সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতির নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপরেই কেন্দ্রের সঙ্গে সংঘাতের পথ বেছে নিতে চলেছে রাজ্য সরকার। মুখ্য সচিবের অকস্মাৎ বদলির বিরোধিতা করে কেন্দ্রের কাছে চিঠি দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎ করেই মুখ্যমন্ত্রীর আস্থাভাজনের বদলির মধ্যে রাজনীতির গন্ধ খুঁজে পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছেন যে, বাংলার সরকার ও বাংলার মানুষের ক্ষতি করার উদ্দেশ্যে করোনা ও ঘূর্ণিঝড় যশের পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের মুখ্য সচিবকে বদলির নির্দেশ দেয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে।

এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় জানিয়েছেন যে, কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচনে হেরে যাবার ফলে নোংরামি করছে। তবে শুধু তৃণমূলই যে বিরোধীতা করেছে তা নয়, বামেরাও এর বিরোধিতা করেছে। মোদি সরকার আক্রমণাত্মক সাম্রাজ্যবাদী শক্তির মতো আচরণ করেছে বলে, অভিযোগ করেছেন তিনি। এভাবেই রাজ্যের মুখ্য সচিবের বদলিকে কেন্দ্র করে কেন্দ্র-রাজ্য সংঘাত তীব্র হতে চলেছে বলে, অভিমত একাধিক রাজনৈতিক বিশ্লেষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!