এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস। কি বললেন হেভিওয়েট মন্ত্রী!

আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস। কি বললেন হেভিওয়েট মন্ত্রী!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- উদ্বোধন হওয়ার দুদিনের মাথায় বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছুড়ে মারা হয়েছে। যে ঘটনাকে কেন্দ্র করে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে গোটা ঘটনা নিয়ে মুখ খুললেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম। যেখানে এই ধরনের অরাজকতার সঙ্গে যারা যুক্ত, তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে ফিরহাদ হাকিমকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তরে রাজ্যের এই মন্ত্রী বলেন, “এই ধরনের অরাজকতার সঙ্গে যারা যুক্ত, তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমিও একবার ট্রেনে ছিলাম, পাথর ছুড়ে মারা হয়েছিল। সুতরাং এইসব ঘটনা বিভিন্ন জায়গায় ঘটে থাকে। তবে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত।”

অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত গোটা ঘটনায় যুক্ত ব্যক্তিদের শাস্তির দাবি তুললেন রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!