এখন পড়ছেন
হোম > জাতীয় > আলাপন ইস্যুতে কেন্দ্র-রাজ্য তীব্র সংঘাত, সিদ্ধান্ত ভেবে দেখার আবেদন মুখ্যমন্ত্রীর

আলাপন ইস্যুতে কেন্দ্র-রাজ্য তীব্র সংঘাত, সিদ্ধান্ত ভেবে দেখার আবেদন মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে এই মুহূর্তে সবথেকে বিতর্কিত এবং আলোচ্য বিষয় হল- রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের চাকরী জীবনের শেষ দিনে কেন্দ্রের ডাক। এই নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোরদার সমালোচনা। উল্লেখ্য, আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসর গ্রহণের দিন হল আজ অর্থাৎ 31 শে মে। সেই অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা হয়, মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধির। দেখা যায়, কেন্দ্রীয় তরফ থেকে মুখ্যসচিবের কর্ম মেয়াদের বৃদ্ধি হলেও তাঁকে বদলি করে দেওয়া হয়েছে দিল্লিতে। আর এখান থেকেই শুরু হয়েছে চরম বিতর্ক।

চাকুরী জীবনের শেষ দিনে এসে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওয়াক আউট করার অভিযোগ নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। আর তার বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাইয়ের। মুখ্যমন্ত্রীর অভিযোগ, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা নেবার জন্যই কেন্দ্রীয় সরকার একের পর এক এমন চক্রান্ত করছে যাতে বাংলার ক্ষতি হতে পারে। পাশাপাশি, অনিবার্যভাবে কেন্দ্র যুক্তরাষ্ট্র কাঠামো ভেঙে চলেছে। অন্যদিকে আজকে দিল্লিতে গিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্টিং করার কথা থাকলেও রাজ্য সরকার তাঁকে ছাড়েনি। যথারীতি এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই চিঠি দিয়েছেন বলে জানা গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন, রাজ্যের সাথে কোন আলোচনা না করেই প্রশাসনিক প্রধানকে ডেকে পাঠানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে। আর এবার মুখ্যমন্ত্রীর অভিযোগকেই কার্যত সর্বসমক্ষে তুলে ধরলেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সাংবাদিক বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্য জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে যে চিঠি দিয়েছেন, সেখানে স্পষ্টভাবে জানিয়েছেন, নিয়মবিরুদ্ধভাবে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলির নির্দেশ দেওয়া হয়েছে যা রাজ্যের বর্তমান পরিস্থিতিতে মোটেই ঠিক হচ্ছেনা। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কলাইকুন্ডার ঘটনার কথাও উল্লেখ করেছেন।

এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মেনে এই সমস্যার সমাধান করার আবেদন করেছেন প্রধানমন্ত্রীর কাছে। এদিন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে ক্ষোভ উগরে দেন। আপাতত এটুকু পরিষ্কার, রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ইস্যুতে এই মুহূর্তে কেন্দ্র-রাজ্য অনিবার্য সংঘাতের মুখে। এই পরিস্থিতিতে দেখার, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির উত্তরে প্রধানমন্ত্রী কি উত্তর দেন। এই মুহূর্তে পরিস্থিতির ওপর নজর রাখছে রাজ্যের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!