এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > আলাপন প্রসঙ্গে এবার দাঁড়ি টানলেন মুখ্যমন্ত্রী নিজেই, জোর জল্পনা রাজনৈতিক মহলে

আলাপন প্রসঙ্গে এবার দাঁড়ি টানলেন মুখ্যমন্ত্রী নিজেই, জোর জল্পনা রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে রাজ্য রাজনীতিতে সবথেকে বড় আলোচ্য বিষয় হয়ে উঠেছে বর্তমানে প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তবে এবার মুখ্যমন্ত্রী নিজেই আলাপন প্রসঙ্গ ক্লোজড বলে ঘোষণা করে দিলেন। প্রসঙ্গত, আলাপন বন্দ্যোপাধ্যায়ের কার্যকালের মেয়াদ বাড়ানোর জন্য কেন্দ্রের কাছে দরবার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র সেই অনুযায়ী আলাপন বন্দ্যোপাধ্যায়ের কার্যকালের মেয়াদ তিন মাস বাড়িয়ে দেয়। কিন্তু তারপর ইয়াস বৈঠকে অনুপস্থিতির কারণে রাজ্যের তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে বদলি করে দেওয়া হয় দিল্লিতে।

চাকরীজীবনের শেষ পর্যায়ে এসে এভাবে রাজ্যের প্রধান আমলাকে বদলি করে দেওয়া মেনে নিতে পারেননি মুখ্যমন্ত্রী। যথারীতি রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা হয়। কেন্দ্রের সাথে রাজ্যের চিঠি চালাচালিও চলে কিন্তু কেন্দ্র তাঁর সিদ্ধান্তে অনড় থাকে। এমনকি আলাপন বন্দ্যোপাধ্যায়কে শাস্তির মুখেও পড়তে হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়। শেষ পর্যন্ত আলাপন বন্দ্যোপাধ্যায় তাঁর চাকরি থেকে ইস্তফা দেন। এবং সাথে সাথেই তিনি মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা পদে আসীন হন। সেই লড়াইয়ের রেশ এখনো চলছে। সম্প্রতি আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় সরকারের শোকজ চিঠি ধরানো হয়েছে। তাই নিয়ে অবশ্য এখনো পর্যন্ত কি পদক্ষেপ নিতে চলেছেন আলাপন, তা জানা যায়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আলাপন প্রসঙ্গ বন্ধ করার ইঙ্গিত দিলেন। আজকে সাংবাদিক বৈঠকে নবান্নে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, আলাপন বন্দ্যোপাধ্যায়ের চ্যাপ্টার ক্লোজড। তাই সেই সংক্রান্ত কোনো উত্তর তিনি দেবেন না। ঘটনাচক্রে ঐ একই বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায় নিজেই উপস্থিত ছিলেন। খুব স্বাভাবিকভাবেই নতুন করে চর্চা শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর কথা নিয়ে। রাজ্য রাজনীতি থেকে প্রশাসন সর্বত্র এই মুহূর্তে চর্চা চলছে একমাত্র আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। সেখানে মুখ্যমন্ত্রী কেন চ্যাপ্টার ক্লোজডের এর কথা বললেন তা নিয়ে প্রশ্ন উঠছে।

তবে মনে করা হচ্ছে, আলাপন বন্দ্যোপাধ্যায় যেহেতু তাঁর চাকুরীজীবন থেকে অবসর গ্রহণ করে ফেলেছেন, তাই পুরনো বিষয় নিয়ে কথা বলে মুখ্যমন্ত্রী নতুন করে আর কোনো বিতর্ক তৈরি করতে চান না। তবে আজকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, আলাপন বন্দ্যোপাধ্যায়ের যেকোনো লড়াইয়ে রাজ্য সরকার তাঁর পাশে থাকবে। আপাতত আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রের বিরুদ্ধে আইনি লড়াই লড়তে হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেই লড়াইকে আলাপন কি করে সামলান, এখন সে দিকেই নজর সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!