এখন পড়ছেন
হোম > জাতীয় > আলাপনের বিরুদ্ধে কঠোর কেন্দ্র, চাপের মুখে মমতা সরকার!

আলাপনের বিরুদ্ধে কঠোর কেন্দ্র, চাপের মুখে মমতা সরকার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  তার গতিবিধিতেই কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল, কেন্দ্রের ডাকে তিনি সাড়া দেবেন না। অর্থাৎ বিদ্রোহ পোষণ করেও নিজের কর্ম জীবনের শেষের দিনে খবরের শিরোনামে থাকবেন রাজ্যের বর্তমান মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, কলাইকুন্ডাতে বৈঠকের পর রাজ্যকে আরও চাপে ফেলে দিয়ে 31 তারিখ অর্থাৎ আজ কেন্দ্রের পক্ষ থেকে ডেকে পাঠানো হয় রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে।

বলা বাহুল্য, আজ আলাপন বন্দ্যোপাধ্যায়ের কর্মজীবনের শেষের দিন। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে তার মেয়াদ বৃদ্ধি করে অনেকদিন আগেই কেন্দ্রের কাছে আবেদন করা হয়েছিল। তবে কলাইকুন্ডাতে দুর্যোগ-পরবর্তী বৈঠকের পরই সেই রাজ্যকে চাপে রেখে আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রের চাকরিতে যোগদান করার জন্য নোটিশ পাঠানোয় রীতিমত ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের আচরণকে প্রতিহিংসাপরায়ণ বলে দাবি করতে শুরু করেছিলেন তিনি।

আর এই পরিস্থিতিতে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করে। কি করবেন আলাপন বন্দ্যোপাধ্যায়! সোমবার তিনি কেন্দ্রের ডাকে সাড়া দিয়ে দিল্লি পৌঁছে যাবেন, নাকি প্রত্যাশামতোই থেকে যাবেন রাজ্য সরকারের আওতাভুক্ত হয়ে! তবে শেষ পাওয়া খবরে অনুযায়ী জানা যাচ্ছে, কেন্দ্রের ডাকে সাড়া দিচ্ছেন না রাজ্যের মুখ্যসচিব। বরঞ্চ আজ রাজ্যের গুরুত্বপূর্ণ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত থাকবেন তিনি।

স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্দেশ অমান্য করার অভিযোগে কেন্দ্র যে বড় কোনো পদক্ষেপ গ্রহণ করবে, সেই বিষয়ে নিশ্চিত ছিল বিশেষজ্ঞরা। আর জল্পনা মতই এবার রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। বস্তুত, সোমবার সকাল থেকেই সকলের নজর ছিল মুখ্যসচিব কি করেন! তিনি কেন্দ্রের ডাকে সাড়া দেন, নাকি রাজ্যেই থেকে যান, তা গোটা রাজ্যবাসীর কাছে লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে মুখ্যসচিবের গতিবিধি ধীরে ধীরে আভাস দিতে থাকে, কেন্দ্র নয়, বরঞ্চ তিনি রাজ্যের পক্ষ অবলম্বন করবেন। এক্ষেত্রে চাকরি জীবনের শেষ দিনে নবান্নেই উপস্থিত থাকতে দেখা যাবে আলাপন বন্দ্যোপাধ্যায়কে। অবশেষে তাতেই সীলমোহর পড়ল। তবে কেন্দ্রের আবেদনে সাড়া না দিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যে থেকে গেলেন, তাতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

সূত্রের খবর, এবার শৃঙ্খলাভঙ্গ করার অভিযোগে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে কেন্দ্র। অর্থাৎ চাকরি জীবনের শেষ দিনেও বিতর্কে জেরবার হতে হল রাজ্যের মুখ্যসচিবকে। পর্যবেক্ষকদের মতে, এর ফলে কেন্দ্র-রাজ্য সংঘাত আরও তীব্র হতে পারে। মুখ্যসচিবের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে আদতে রাজ্য সরকারকে চাপে ফেলার কৌশল গ্রহণ করল কেন্দ্রীয় সরকার।

কেননা মুখ্যসচিবকে কেন্দ্র করে কেন্দ্র-রাজ্যের বিবাদ এখন তুঙ্গে। শেষ পর্যন্ত রাজ্যের পক্ষেই থাকছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তবে কেন্দ্র কোনোমতেই যে এই গোটা বিষয়টিকে ছেড়ে কথা বলবে না, তা মুখ্যসচিবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তের মধ্যে দিয়েই আরও একবার স্পষ্ট হয়ে গেল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!