এখন পড়ছেন
হোম > রাজ্য > এক অলীক জেলে ঢুকলেও, বেরিয়ে ৪ ‘অলীক’ – আশায় বুক বাঁধছে ভাঙড়

এক অলীক জেলে ঢুকলেও, বেরিয়ে ৪ ‘অলীক’ – আশায় বুক বাঁধছে ভাঙড়


ব্যারাকপুর আদালতের রায়ে ভাঙড়ে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের শীর্ষ নেতা অলীক চক্রবর্তী’র ১০দিনের পুলিশ হেফাজত হওয়ার দিনেই ,জামিনে মুক্তি পেলেন  তাঁর সহযোগী তথা ভাঙড় আন্দোলনের চার নেতা। জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি মনে করছে এই চার নেতার জামিন হওয়ার ফলে ভাঙড়ের পাওয়ার গ্রিড আন্দোলন আরও বলিষ্ঠ হবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন আদালতের রায়ে জামিনে মুক্ত চার  আন্দোলনকারীর মধ্যে তিনজন রেডস্টার নেতা হলেন শঙ্কর দাস, মজদুর ক্রান্তি পরিষদের অমিতাভ ভট্টাচার্য ও বিশ্বজিত্‍ হাজরা। জামিনে মুক্ত ৪’র্থ জন হলেন রাতুল বন্দ্যোপাধ্যায়। কিন্তু এদিন তাঁর কাগজপত্র না আসায় মুক্তি পাওয়ার জন্যে তাঁকে আরও দুদিন অপেক্ষা করতে হবে বলে জানা গেলো। এই চারজন আন্দোলনকারী এদিন আলিপুর সেন্ট্রাল জেল থেকে বাইরে আসতেই ভাঙড়ের আন্দোলনকারীরা আনন্দে মেতে ওঠেন। উল্লেখ্য ঙড়ের পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের জেরে তাঁদের গ্রেফতার করা হয়েছিলো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!