এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্যে বিজেপির উত্থান নিয়ে আলিমুদ্দিনের অন্দরমহলে বড়সড় স্বীকারোক্তি

রাজ্যে বিজেপির উত্থান নিয়ে আলিমুদ্দিনের অন্দরমহলে বড়সড় স্বীকারোক্তি

দুদিন ব্যাপী আয়োজিত সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে দলের সাংগঠনিক দুর্বলতাকেই সাম্প্রদায়িক মেরুকরণ ঠেকাতে ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হলো। এই বৈঠকে সিপিএম দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে দলের বিপর্যয়ের জন্যে শাসক দলের সন্ত্রাসকেই দায়ী করলেন। রাজ্য কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তাঁর মতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি’র বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ না করলে মেরুকরণের বিরুদ্ধে প্রতিরোধ গড়া সম্ভব না। তিনি একথাও বললেন, দলের সাংগঠনিক দুর্বলতা কাটাতে না পারলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের প্রচেষ্টার বাস্তবায়ন সম্ভব নয়। এদিন সিপিএমের নবগঠিত রাজ্য সম্পাদকমণ্ডলীতে স্থান পেয়েছেন তরুণ নেতা আভাস রায়চৌধুরী, অনাদি সাহু, মানব মুখোপাধ্যায় এবং সুমিত দে। সম্পাদকমন্ডলী থেকে বাদ পড়েছেন শ্যামল চক্রবর্তী, মদন ঘোষ, বুদ্ধদেব ভট্টাচার্য এবং দীপক সরকার। এদিন দলের এক নেতা বললেন, ”যত সময় যাচ্ছে, দলের অবস্থা তত খারাপ হচ্ছে। আমরা রাস্তায় রয়েছি। কিন্তু দেখা যাচ্ছে ভোট এলে আন্দোলনের ফসল তুলে নিয়ে যাচ্ছে বিজেপি।” অন্যদিকে জোট সমর্থক এক নেতার বয়ানে, ”মানুষের বিশ্বাস এবং আস্থা অর্জন করতে হলে ভোটের অন্তত আট মাস আগে থেকে ময়দানে নামতে হবে বাম-কংগ্রেস জোটকে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!