আলকায়দার উপর চরম প্রতিশোধ ফ্রান্সের! একের পর এক সার্জিক্যাল স্ট্রাইকে খতম অন্তত ৫০ জন জঙ্গি! আন্তর্জাতিক বিশেষ খবর November 4, 2020 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আল-কায়দা জঙ্গি গোষ্ঠী- নাম শুনলেই শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। সারা বিশ্বের কাছে আতঙ্কের আরেক নাম আল কায়দা। বিশ্বের বুকে রীতিমত হাহাকার তৈরি করেছে এই জঙ্গি গোষ্ঠী। আমেরিকার টুইন টাওয়ার ধ্বংসের ঘটনা এখনো সবার মনে গেঁথে আছে। বেশ কয়েক বছর ধরেই আল-কায়দা একের পর এক সন্ত্রাসবাদী আক্রমণ চালিয়ে যাচ্ছে ফ্রান্সের ওপর। দীর্ঘদিন ধরেই ফ্রান্স সুযোগ খুঁজছিল আল-কায়দা জঙ্গি গোষ্ঠীকে জব্দ করার। এবার হাতেনাতে মিলল সেই সুযোগ। চোরাগোপ্তা জঙ্গি হামলার জবাবে সার্জিক্যাল স্ট্রাইক চালালো ফ্রান্স সরকার। আর তাতেই এক ধাক্কায় খতম হয়ে গেল 50 জন জঙ্গি। সম্প্রতি ফ্রান্সের বিমান বাহিনী মধ্য মালিতে রীতিমতো সার্জিক্যাল স্ট্রাইক চালালো আল-কায়দার একাধিক জঙ্গী ঘাঁটির ওপর। আর তাতেই আপাতত নিকেশ প্রায় 50 জন জেহাদী জঙ্গি। সাম্প্রতিক অতীতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এত বড় সাফল্য আগে পায়নি ফ্রান্স। ফ্রান্সের মালিতে দীর্ঘদিন ধরেই সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বুরকিনা ফাসো ও নাইজারের সীমান্ত এলাকায় জঙ্গিদের দমন করতে। গত 30 অক্টোবর ওই এলাকাতেই বরখান বাহিনী অভিযান চালায় বলে জানা গেছে। এ প্রসঙ্গে সোমবার ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে জানিয়েছেন, সেনাবাহিনীর এই অভিযানে প্রায় 50 জনের বেশি আল-কায়েদা জেহাদী জঙ্গি খতম হয়েছে। এই অভিযানে জঙ্গীদের প্রায় 30 টি মোটরসাইকেল ধ্বংস হয়েছে এবং অস্ত্রশস্ত্রসহ অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, মূলত ফ্রান্সের তিনটি সীমান্তে হঠাৎই প্রচুর মোটরসাইকেলের চোখে পড়ে। সাথে সাথেই ফ্রান্সের সেনাবাহিনী পরিস্থিতি বুঝতে দুটি মিরাজ যুদ্ধবিমান এবং একটি ড্রোন পাঠায়। নজর এড়াতে জেহাদীরা গাছের আড়ালে লুকিয়ে পড়েছিল বলে জানা যাচ্ছে। কিন্তু তাতেও তাঁরা শেষ রক্ষা করতে পারেনি। এদিকে ফ্রান্স সেনাবাহিনী জঙ্গিদের অবস্থান বুঝতে পেরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং তাতেই 50 জন জঙ্গি খতম হয় বলে জানা গেছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এদিন ফ্রান্সের সামরিক মুখপাত্র কর্নেল ফ্রেডারিক বারবে জানিয়েছেন, এই জঙ্গী অভিযানে ধরা পড়েছে 4 খতরনাক জঙ্গী আর তাঁদের সাথেই প্রচুর বিস্ফোরক এবং একটি সুইসাইড ভেস্ট উদ্ধার হয়েছে। দাবি করা হচ্ছে, এই জেহাদীরা ফ্রান্সের সামরিক ঘাঁটিতে আক্রমণ চালানোর ছক কষেছিল। এদিন ফ্রান্সের সেনাবাহিনীর বক্তব্যে উঠে এসেছে মালির এই অভিযানে আনসারুল ইসলাম গোষ্ঠী জোরদার ধাক্কা খেয়েছে। কারণ এই গোষ্ঠী সন্ত্রাসবাদি আল-কায়েদা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত বলে খবর। উল্লেখ্য, 2012 সাল থেকেই মালিতে ক্রমাগত জেহাদী উপদ্রব বেড়ে চলেছে। আর এই জঙ্গী উপদ্রব আটকাতে ইতিমধ্যেই ফ্রান্স সহ একাধিক দেশের বাহিনী অভিযান চালাচ্ছে। পাশাপাশি গ্রেটার সাহারাতেও ইসলামিক স্টেটকে নিশানা করে তিন হাজার সেনার সাহায্যে আরো একটি বড়সড় অভিযান চালানোর প্রস্তুতিতে ফ্রান্স। তার ফলাফল খুব শীঘ্রই ঘোষণা করা হবে বলে খবর। প্রসঙ্গত, ফ্রান্সের পক্ষ থেকে কড়া অবস্থান নেওয়া হয়েছে ইসলামিক কট্টরপন্থা অর্থাৎ মৌলবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে। বিশেষজ্ঞদের মতে, যেভাবে ফ্রান্সের বুকে ক্রমাগত বেড়ে চলেছিল জেহাদী জঙ্গিদের একের পর এক সন্ত্রাসবাদি আচরণ, সেই সন্ত্রাসবাদিতাকে রুখতে ফ্রান্স সরকার যে সার্জিক্যাল স্ট্রাইক চালাল, তাতে আল-কায়েদার কাছে চরম ধাক্কা পৌঁছালো বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ফ্রান্স সরকার এবার জঙ্গিদের আটকাতে কড়া ব্যবস্থা গ্রহণ করছে। মূল লক্ষ্য একটাই, যে-কোনো ভাবে সন্ত্রাসবাদকে রোখা। আপনার মতামত জানান -