এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলায় ‘পরিবর্তন’ আনতে পুলিশমহলে প্রভাব বাড়াতে বিশেষ পরিকল্পনায় বঙ্গ বিজেপি

বাংলায় ‘পরিবর্তন’ আনতে পুলিশমহলে প্রভাব বাড়াতে বিশেষ পরিকল্পনায় বঙ্গ বিজেপি

ধর্মতলার একটি অভিজাত হোটেলে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার দীনেশ বাজপেয়ী, প্রাক্তন আইপিএস দেবকুমার মুখোপাধ্যায়-সহ ৪২ জন অবসরপ্রাপ্ত পুলিশকর্তার সঙ্গে বৈঠক করলেন বিজেপি-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। পুলিশ বাহিনীর মর্যাদা নষ্ট করছে রাজ্য সরকার এই বিষয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়। উপস্থিত প্রাক্তন পুলিশ কর্তা সহ বিজেপি নেতৃবৃন্দ মনে করেন রাজ্য পুলিশের একটা বড় অংশ চাকরি বাঁচাতে শাসক তৃণমূলের প্রতি আনুগত্য দেখাতে বাধ্য হচ্ছে। এদিনের বৈঠকে কলকাতা এবং রাজ্য পুলিশের অবসরপ্রাপ্ত আধিকারিকদের একটি ফোরাম তৈরি হয়। ঠিক হয়েছে, ওই ফোরাম রাজনৈতিক চাপ থেকে বেরনোর সাংবিধানিক উপায়গুলি কর্মরত পুলিশ আধিকারিকদের অবগত করবে। পাশাপাশি ঐ ফোরাম চিকিৎসার সুযোগ এবং পেনশন বৃদ্ধি-সহ বেশ কিছু দাবি কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম হিসাবেও কাজ করবে। বিজেপি-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ এদিনের বৈঠকে বললেন, ” গরু, বালি এবং কয়লা পাচারকারীদের মোকাবিলায় বড়সড় অভিযানে নামছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সুতরাং, অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের উচিত এ বিষয়ে তাঁদের কাছে যা তথ্য আছে, সব কেন্দ্রকে দেওয়া।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!