এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > চীনকে ‘শায়েস্তা’ করতে এবার মুখ্যমন্ত্রীর মুখাপেক্ষী প্রধানমন্ত্রী

চীনকে ‘শায়েস্তা’ করতে এবার মুখ্যমন্ত্রীর মুখাপেক্ষী প্রধানমন্ত্রী

চীন সার্বিকভাবে প্রতিহত করতে এই তিন প্রতিবেশী দেশের সাথে সদ্ভাব রাখা ভারতের জন্য অত্যন্ত জরুরী।তাই বাংলাদেশকে শান্ত রাখতে তিস্তা জল বন্টন চুক্তিই প্রধানমন্ত্রীর একমাত্র ভরসা। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছে থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতির অভাবে আটকে রয়েছে তিস্তা জলবণ্টন চুক্তি ।আর তাই এখন প্রধানমন্ত্রীকে তাকিয়ে থাকতে হচ্ছে মুখ্যমন্ত্রীর দিকে। গতবছরে শেখ হাসিনা অন্যান্য আন্তর্জাতিক বিষয় সহ তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে আলোচনার জন্য ভারত সফরে আসেন। শেখ হাসিনার আদর – আপ্যায়নের কোনো ত্রুটি না হলেও তিস্তা জল বন্টন চুক্তিতে কোনো প্রকার আশার কথা জানাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরেই বাংলাদেশে সাধারণ নির্বাচন। তাই নির্বাচনের আগে তিস্তা চুক্তি হয়ে গেলে শেখ হাসিনা সরকার অনায়াসেই আরেকবার ক্ষমতায় ফিরতে পারবেন। তবে এবছরেই নরেন্দ্র মোদী একসঙ্গে নেপাল, ভূটান ও বাংলাদেশ সফরে যাচ্ছেন। এখন দেখার বিষয় হলো তিস্তা জলবন্টন প্রসঙ্গে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর আলাপ আলোচনা কোন দিকে গড়ায় , ভারতের ভবিষ্যতের নিরাপত্তার কথা পর্যালোচনা করে ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!