চীনা ‘দস্যুদের’ হাত থেকে আপনি সুরক্ষিত তো? চট করে চেক করে নিন এগুলি আন্তর্জাতিক জাতীয় বিশেষ খবর December 1, 2017 জনপ্রিয় স্মার্টফোন অ্যাপের মাধ্যমে চরবৃত্তির চেষ্টা করছে চীন। অ্যানড্রয়েড ও আইওএস – উভয় অপারেটিং সিস্টেমের ক্ষেত্রেই আইবির এমন সতর্কতা জারি হয়েছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা মনে করছেন জনপ্রিয় ৪২টি মোবাইল অ্যাপ যেমন উইচ্যাট, ট্রু-কলার, উইবো, ইউসি ব্রাউজার এবং ইউসি নিউজ এর মতো চিনা অ্যাপগুলোর মাধ্যমে ভারতীয় সেনার অনেক তথ্য বেজিং জেনে ফেলছে। গোয়েন্দাদের দাবি, এই মোবাইল অ্যাপগুলি ভারতের সাধারণ মানুষের নিরাপত্তার ক্ষেত্রেও বিপদের। এর আগে ভারতীয় বায়ুসেনা ও তাঁদের পরিবারকে বিভিন্ন চিনা মোবাইল হ্যান্ডসেট থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং আগস্ট মাসে কেন্দ্র সরকারের তরফে ২১টি স্মার্টফোন সংস্থাকে নোটিশ পাঠানো হয়েছিল বেআইনিভাবে ভারতীয় গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চুরি করার অভিযোগে। এর মধ্যে ছিল ওপো, ভিভো, শাওমি এবং জিওনির মতো চীনা সংস্থাগুলি। লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত প্রসারিত ৪,০৫৭ কিমি দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনা ছাড়াও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকে। তাই চিনা সংস্থার মোবাইল হ্যান্ডসেট এবং অ্যাপ থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে। আপনার মতামত জানান -