এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সরকারি কর্মচারীদের আন্দোলনে রাজ্য সরকারের অস্বস্তি বাড়াচ্ছে শাসকদলেরই একাংশ

সরকারি কর্মচারীদের আন্দোলনে রাজ্য সরকারের অস্বস্তি বাড়াচ্ছে শাসকদলেরই একাংশ

ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার্স এসোসিয়েশন পিটিটিআই পাশ করা সকলকে নিয়োগ, অন্যান্য রাজ্যের মতো প্রাথমিক শিক্ষকদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষকদের সমতুল বেতন চালু ও অন্যান্য দাবি নিয়ে আন্দোলনের উদ্যেশ্যে গোপন বৈঠকে বসে। জানা গেছে রাজ্যের শাসক দলের বেশ কিছু পদাধিকারী এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন সংগঠনের এক নেতার কথায়, ”অন্য রাজ্যে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (এনসিটিই)-এর নিয়ম অনুয়ায়ী উচ্চ মাধ্যমিক পাশ প্রার্থীদের বেতন পাচ্ছেন শিক্ষকেরা। অথচ আমাদের রাজ্যে মাধ্যমিক পাশ প্রার্থীর সমান বেতন দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী ছাড়াও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এই বিষয়ে একাধিক চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কারও কাছ থেকেই এখনও কোনও রকম সাড়া মেলেনি।” ডব্লিউবিপিটিটিএ-র সভাপতি পিন্টু পাড়ুই- এর কথায়, ”মুখ্যমন্ত্রী সব বিষয়েই মানবিক হতে বলেন। তাঁর কাছে আমাদের আবেদন, বিষয়টি তিনি দেখুন। পিটিটিআই পড়ুয়াদের চাকরির বয়স পেরিয়ে যাচ্ছে। তাঁদের অনেকে আত্মহত্যার কথা ভাবছেন। এটা অত্যন্ত বেদনার।” বিষয়টির পাল্টা জবাবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য এদিন জানান, ”প্রশিক্ষণপ্রাপ্ত টেট-উত্তীর্ণেরা সকলেই চাকরি পেয়েছেন। বেতন নিয়ে বক্তব্য থাকলে বেতন কমিশনে অভিযোগ জানাতে পারেন।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!