এখন পড়ছেন
হোম > রাজ্য > ডিএ নিয়ে আন্দোলন-প্রতিবাদের পথে এবার তৃণমূলের সরকারি কর্মচারী সংগঠন

ডিএ নিয়ে আন্দোলন-প্রতিবাদের পথে এবার তৃণমূলের সরকারি কর্মচারী সংগঠন

এবার ডি এ নিয়ে প্রতিবাদে নামলেন রাজ্যের তৃণমূল সমর্থিত সরকারী কর্মচারী ফেডারেশন। এদিন নবান্নে তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সচিবালয় শাখার সাধারণ সম্পাদক সঞ্জীববাবু এবং কার্যনির্বাহী সম্পাদক বিশ্বজিত্‍ ভট্টাচার্য কর্মীদের বোঝানোর কাজে নিয়োজিত হয়েছেন সচিবালয় শাখার কর্মী সংগঠনের এক নেতার কথা মতো , ”বামেরা চলে যাওয়ার সময় ১৬ শতাংশ ডিএ বকেয়া ছিল। এখন ৩৯ শতাংশ। কেন্দ্রীয় সরকার সম্প্রতি দুই শতাংশ ডিএ বাড়িয়েছে। সব মিলিয়ে ৪৫ শতাংশ মহার্ঘ ভাতা বকেয়া।”
সংগঠনের নেতা বিশ্বজিত্‍ ভট্টাচার্য বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী চালু করেছেন। সাইকেল দিচ্ছেন। রাস্তা, আলো, জল দিয়ে উন্নয়ন করছেন। দেনার দায়ে জর্জরিত বাংলা। ৪৫ হাজার কোটি টাকা দেনা নিয়ে উন্নয়ন করতে গিয়ে সরকারি কর্মীদের প্রাপ্য ডিএ দিতে দেরি হচ্ছে। তাই সরকারি কর্মীদের বোঝাচ্ছি। কর্মীদের ক্ষোভের আঁচ পেয়ে ২২ মার্চ কেন্দ্রীয় মিটিং ডাকা হয়েছে। সেখানে ডিএ নিয়ে সবিস্তার আলোচনা হবে।” উল্লেখ্য যেখানে দেশের ২৩টি রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দিচ্ছে সেখানে পশ্চিমবঙ্গ দিতে পারছে না।এই নিয়ে কর্মীদের অসন্তোষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!