এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > দীর্ঘদিনের ধৈর্য্যের সুফল পেল ডঃ আর আহমেদ ডেন্টাল কলেজ ও হাসপাতাল

দীর্ঘদিনের ধৈর্য্যের সুফল পেল ডঃ আর আহমেদ ডেন্টাল কলেজ ও হাসপাতাল


দীর্ঘদিনের ধৈর্য্যের সুফল পেল ডঃ আর আহমেদ ডেন্টাল কলেজ ও হাসপাতালের ছাত্রছাত্রীরা।শুক্রবার শুভ উদ্বোধন হল কলেজ ক্যাম্পাসের মধ্যেই নির্মিত ছাত্রছাত্রীদের G+7 হস্টেল-বিল্ডিং এর।ওইদিন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গার্ডেনরীচের এক অনুষ্ঠান থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে উদ্বোধন করলেন বহুপ্রতিক্ষীত অত্যাধুনিক সুযোগ-সুবিধাযুক্ত ছাত্রছাত্রীদের হস্টেলটির।যার মধ্যে রয়েছে লিফ্টের ব্যবস্থা,নতুন আসবাব,সুসজ্জিত রুম ও ক্যান্টিন,ছাত্রছাত্রীদের জন্য পৃথক অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ব্যাডমিন্টন কোর্ট,সিক রুম।পনের কোটিরও বেশি ব্যয়ে তৈরি এই আবাসে ছাত্রদের জন্য 68 টি ও ছাত্রীদের জন্য 40 টি ঘর রয়েছে।এই উপলক্ষ্যে ডঃ আর আহমেদ ডেন্টাল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক-বিধায়ক ডঃ নির্মল মাজি,বিধায়ক স্বর্ণকমল সাহা,স্বাস্থ্য অধিকর্তা(শিক্ষা) ডঃ দেবাশীষ ভট্টাচার্য,অধ্যক্ষ ডঃ তপন গিরি, হস্টেল সুপার ডঃ রাজু বিশ্বাস,ডেপুটি সেক্রেটারি ডঃ বিমলেন্দু সাহা, উপ-স্বাস্থ্য অধিকর্তা ডঃ দেবাশীষ হালদার প্রমুখ।

এ বিষয়ে ডঃ রাজু বিশ্বাস জানান, “মাননীয়া মুখ্যমন্ত্রীর সহায়তা ছাড়া এত বড় প্রকল্পের বাস্তবায়ন সম্ভব ছিল না।আমরা তাঁর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।” কলেজের তৃণমূল ছাত্রপরিষদের সাধারন সম্পাদক ডঃ নাজিবুল হাসান বলেন,”ছাত্রছাত্রীদের প্রয়োজনে নির্মিত এই হস্টেল আমাদের বহুদিনের প্রচেষ্টার ফসল।” স্বাভাবিকভাবেই এই হস্টেলের সূচনায় আনন্দের জোয়ার দেখা দিয়েছে ঐতিহ্যবাহী এই কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে।তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ডাঃ অভিষেক সাঁতরা বলেন” মাননীয়া মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ , ডেন্টাল কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের স্বপ্নপুরণের জন্য।তৃণমূল ছাত্র পরিষদ সমস্ত ছাত্রছাত্রীদের সাথে নিয়ে ডেন্টাল কলেজে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!