এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজাতে বড়সড় পদক্ষেপ রাজ্য সরকারের

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজাতে বড়সড় পদক্ষেপ রাজ্য সরকারের

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজাতে বড়সড় পদক্ষেপ গ্রহণ করলো রাজ্য সরকার।রাজ্যে আরোও ৭ টি মেডিক্যাল কলেজ তৈরি করতে চলেছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার। আর এর ফলে মোট সাতশোটি ছাত্র আসন সংখ্যা বৃদ্ধি পাবে। রাজ্যে ইতিপূর্বে ঘোষিত যে ৫ টি মেডিক্যাল কলেজের কাজ দ্রুত গতিতে চলছে সেগুলি হলো কোচবিহার, রামপুরহাট, রায়গঞ্জ, ডায়মন্ড হারবার ও পুরুলিয়া। ঘোষিত ৭ এর মধ্যে বাকি ২ টির কাজ জলপাইগুড়ি ও আরামবাগে দ্রুত শুরু হবে। উল্লেখ্য ২০১১ সাল থেকে এতদিনে রাজ্যে মেডিক্যাল কলেজের সংখ্যা বেড়ে ১৪টি হয়েছে । রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে এই দপ্তরের ব্যয় ২০১৭-১৮ সালে ছিল ৭৬০৩.৮২ কোটি টাকা যা ২০১৮-১৯ সালে বাড়িয়ে ৮৭৭৩.৫২ কোটি টাকা করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!