এখন পড়ছেন
হোম > অন্যান্য > চাকরি > করোনা আবহেও চাকরিপ্রার্থীদের জন্য সুখবর,জেনে নিন

করোনা আবহেও চাকরিপ্রার্থীদের জন্য সুখবর,জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –দেশের এই অস্থির অবস্থার মধ্যেও একটা ভাল খবর — ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জজ পদের জন্য অ্যাপ্লাই করতে পারেন চাকুরি প্রার্থিরা। মোট ২৬ টি শূন্য পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি। সিভিল জজ ( জুনিয়র ডিভিশন) পদে নিয়োগ চলবে। তবে প্রাথমিক ভাবে এই নিয়োগ অস্থায়ী হবে, এমনটাই জানানো হয়েছে।
আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ — ০২.০৮.২০২০.

এবার আসুন, জেনে নেওয়া যাক, এই পদের জন্য আবেদন করতে হলে অন্য কী কী যোগ্যতা থাকা জরুরি।
* শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক হতেই হবে। এছাড়া, বার কাউন্সিলে এনরোলমেন্ট থাকাটা জরুরি। বাংলা ভাষায় লিখতে, বলতে এবং পড়তে পারার দক্ষতাটিও সেই প্রার্থীর থাকতে হবে।
* বয়সসীমা — ২৩ — ৩৫।
* বেতন — ২৭৭০০ — ৪৪,৭৭০।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষ দ্রষ্টব্য — তফসিলি জাতি — উপজাতিদের জন্য আইন অনুযায়ী বয়সের ছাড় থাকবে।

প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যে পরীক্ষা নেওয়া হবে তাতে প্রিলিমিনারি, ফাইনাল এবং পার্সোনাল ইন্টারভিউ — এই তিনটি ধাপ থাকবে। পরীক্ষার ফী বাবদ ২১০ টাকা জমা দিতে হবে আবেদনকারীদের। তারা অনলাইনেও ফী জমা দিতে পারে। তবে, তফসিলি জাতি – উপজাতি এবং পি ডাব্লিউ ডি অন্তর্ভুক্ত প্রার্থীের কোনো ফী দিতে হবে না।
এছাড়াও, সবিস্তারে সমস্ত তথ্য জানতে হলে নিম্নে দেওয়া ওয়েবসাইটে দেওয়া বিস্তারিত বিজ্ঞপ্তিতে চোখ রাখতে হবে।
* ওয়েবসাইট — https://wbpsc.gov.in

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!