এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধায়ক ও সাংসদদের বিচার ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে

বিধায়ক ও সাংসদদের বিচার ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে

বিচার ব্যবস্থায় বদল, সাংসদ ও বিধায়কদের বিচারের জন্য বিশেষ আদালতের ব্যবস্থার নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট। হাইকোর্ট সূত্রের খবর, এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি রঞ্জন গগৈ সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে আনা ফৌজদারি মামলার দ্রুত বিচারের জন্য দেশের প্রতিটি হাইকোর্টকে বিশেষ আদালত গঠনের নির্দেশ দেন। বিষয়টি মাথায় রেখে বারাসাতে গঠিত হয়েছে একটি বিশেষ আদালত। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার সুভাশিষ দাশগুপ্ত এদিন ওই বিশেষ আদালতে বিধায়ক-সাংসদের বিরুদ্ধে আনা যাবতীয় ফৌজদারি মামলার নথি পাঠিয়ে দেওয়ার কথা রাজ্যের সব জেলার জজদের জানিয়ে দেন। কি কারণে এমন সিদ্ধান্ত গ্রহণ সেই প্রসঙ্গে প্রশ্ন উঠলে হাইকোর্টের এক আইনজীবী জানিয়েছেন, “অনেক সময়েই সরকারি সম্পত্তি ভাঙচুর, পথ অবরোধ, অগ্নিসংযোগ, বেআইনি ভাবে জড়ো হওয়া, পুলিশকে লক্ষ করে ইটপাথর ছোড়ার মতো ফৌজদারি মামলায় নাম জড়ায় শাসক ও বিরোধী শিবিরের সাংসদ বা বিধায়কদের। খুন, খুনের চেষ্টা, অপহরণের অভিযোগও ওঠে তাঁদের বিরুদ্ধে। নিম্ন আদালতে সেই অভিযোগের ভিত্তিতে মামলা চলে। কিন্তু বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় বছরের পর বছর সেই সব মামলার নিষ্পত্তি হয় না। তাই নিয়মে বদল আনা হয়েছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!