এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার জনসাধারণের “বিয়ে” নিয়ে নয়া উদ্যোগে নিলো রাজ্য সরকার

এবার জনসাধারণের “বিয়ে” নিয়ে নয়া উদ্যোগে নিলো রাজ্য সরকার


বিয়ে নিয়ে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা স্বপ্ন থাকে কিন্তু আর্থিক কারণে সব সময় তা পূর্ণ হয় না। এবার রাজ্য সরকার সেই স্বপ্ন পূরণে সাহায্যের হাত বাড়িয়ে দিলো। আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে ‘রূপশ্রী’ প্রকল্পে দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে টাকা দেওয়া হবে। এবার সর্ব সাধারণের কথা ভেবে এবার বিয়েবাড়িও তৈরি করে দিচ্ছে রাজ্য সরকার। কেননা ভাড়া করা বিয়েবাড়ির খরচ দিনের পর দিন বেড়েই চলেছে ফলে অনেক সময় বিয়ের অন্য খরচ থেকে কাটছাঁট করে বিয়েবাড়ির ভাড়া নিচ্ছে পাত্র পাত্রীর পরিবার। জানা গেছে এর জন্য জমি চিহ্নিত করে নির্মাণকাজও শুরু হয়ে গিয়েছে। এই উদ্যোগে টি নিয়েছে উদ্যোগ হাওড়া উন্নয়ন সংস্থার (এইচআইটি)। এদিন এক কর্তা জানান, ‘‘চারতলা হবে বিয়েবাড়িগুলি। একতলায় নিমন্ত্রিতদের গাড়ি থাকবে। দোতলা ও তিনতলায় হবে বিয়ের আয়োজন এবং খাওয়াদাওয়া। চারতলায় ‘গেস্ট হাউস’। বিয়েবাড়ির লোকজনের যাতে রাত কাটানোয় অসুবিধে না হয়, সে কারণেই এই বন্দোবস্ত।’’পাশাপাশি তিনি জানান ‘‘ব্যাঙ্কোয়েট চত্বরের পরিসর এতই বড় যে একদিনে একাধিক বিয়ের আয়োজন করা যাবে।’’ বাজারদরের চেয়ে অনেক কম টাকায় ভাড়া পাওয়া যাবে এই বিয়েবাড়ি। কর্তারা আসাকরছেন যে ১ বছরের মধ্যেই বাড়ি তৈরী হয়ে যাবে ও তা জনসাধারণের জন্য খুলে দেওয়া যাবে। এই নিয়ে নবান্নের কর্তারা জানিয়েছেন যে, ‘‘এটা মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প। উনিই সিদ্ধান্ত নেবেন।’’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!