এখন পড়ছেন
হোম > রাজ্য > মেয়র কি অন্য ‘রাজনৈতিক দলের ফাঁদে’? অনুসন্ধানে শাসকদল

মেয়র কি অন্য ‘রাজনৈতিক দলের ফাঁদে’? অনুসন্ধানে শাসকদল


দলের নেতাদের কাজকর্মের সাথেই জড়িয়ে থাকে দলের ভাবমূর্তি। আর তাই দলের ভাবমূর্তিতে যাতে না কোনোভাবে আঘাত আসে তাই ব্যক্তিগত জীবনের সমস্যার সাথে সাথে কলকাতার মেয়র অন্য কোনো ফাঁদে পা দিলেন কিনা সে বিষয় খুঁটিয়ে দেখছে তৃণমূল। দলের ভাবমূর্তি নষ্ট হলে শোভনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল, এমনটাই তৃণমূল সূত্রের খবর। এদিন তৃণমূলের এক শীর্ষ নেতা বলেন, ”শোভন চট্টোপাধ্যায়কে নেত্রী খরচের খাতায় ফেলে দিয়েছেন, তা এখনই বলা যাচ্ছে না। অবস্থাটা এখন ৫০:৫০। তবে শোভনকে হারাতে হতে পারে, সেটা এক রকম ধরে নিয়ে মেয়র পদ, রাজ্য মন্ত্রিসভা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় দলের শীর্ষপদে বিকল্প মুখ খুঁজছেন নেত্রী।” আরো এক শীর্ষ নেতার কথায়, ”কিছুদিন আগে দলনেত্রী শোভনকে তাঁর ব্যক্তিগত বিষয়ে একটি বিশেষ সিদ্ধান্ত নিতে পরামর্শ দিয়েছিলেন। এখন নেত্রী চাইছেন, শোভন আগে পুরসভা, সরকার ও দলের স্বাভাবিক কাজে ফিরুন, তারপর ওই ব্যাপারে ফয়সালা হবে।” তৃণমূল সূত্রের খবর, শোভনের বিকল্প হিসাবে ১১৭ নম্বর ওয়ার্ডের মমতার পছন্দসই কাউকে জিতিয়ে আনার চেষ্টায় আছে শাসক দল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!