এখন পড়ছেন
হোম > রাজ্য > নামেই বেতন বৃদ্ধির ঘোষণা, এখনও হাতে কিছু না পেয়ে চূড়ান্ত হতাশ পার্শ্বশিক্ষকরা

নামেই বেতন বৃদ্ধির ঘোষণা, এখনও হাতে কিছু না পেয়ে চূড়ান্ত হতাশ পার্শ্বশিক্ষকরা

নামেই বেতন বৃদ্ধির ঘোষণা, এখনও হাতে কিছু না পেয়ে চূড়ান্ত হতাশ পার্শ্বশিক্ষকরা। মাত্র কদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্শ্ব শিক্ষিকদের দাবি মতন বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন। যার ফলে কার্যতই পার্শ্ব শিক্ষক মহল আশার আলো দেখেছিলেন। এরপরেও বেশ কিছুদিন অতিক্রান্ত কিন্তু সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি মতন কোনো কিছুই করা হয়নি, এমন টা অভিযোগ করলেন তারা। ফলে স্বভাবতই পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ আবার আন্দোলনে নামার সতর্ক বার্তা দিয়েছে। যদিও শিক্ষাদফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। দফতরের আধিকারিকরা জানালেন সমগ্র প্রক্রিয়াটি নানান ধাপের মধ্যে দিয়ে চলছে ।

আরো নতুন খবর পেতে চোখ রাখুন  bengali.priyobandhu.com – তে 

প্রসঙ্গত উল্লেখ্য তৃণমূলের কোর কমিটির বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী , বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে আন্দোলনকারী পার্শ্বশিক্ষকরদের দাবি তে সাড়া দিয়ে বললেন, বর্তমান অবস্থায় পার্শ্বশিক্ষক যারা আছে, তাদের বেতন বৃদ্ধি করে হবে ১০ হাজার টাকা। এবং উচ্চ-প্রাথমিকের পার্শ্বশিক্ষকদের বেতন বাড়িয়ে ১৩ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি স্থায়ীকরণের যোগ্যতাসম্পন্ন পার্শ্বশিক্ষকদের স্থায়ী করা হবে। সর্বশিক্ষা মিশনের চুক্তিবদ্ধ কর্মীদের অবসরের মেয়াদ বাড়িয়ে ৬০ বছর পর্যন্ত করা হয়েছে। তবে হাল ছাড়তে নারাজ আন্দোলনকারী পার্শ্ব শিক্ষকরা জানিয়েছেন তারা শিক্ষা দফতরের দীর্ঘায়িত কার্যপদ্ধতির শেষ দেখে ছাড়বেন । প্রয়োজোনে তারা মুখ্যমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!