এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরায় অসাধ্যসাধন করে এবার বাংলায় ‘পরিবর্তনের কান্ডারি’ হতে চলেছেন ‘পন্নাপ্রমুখরা’

ত্রিপুরায় অসাধ্যসাধন করে এবার বাংলায় ‘পরিবর্তনের কান্ডারি’ হতে চলেছেন ‘পন্নাপ্রমুখরা’


ত্রিপুরা বিধানসভা নির্বাচনে জয়লাভের পর , পশ্চিমবঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জয়লাভে মরিয়া রাজ্যের গেরুয়া শিবির। তাই পঞ্চায়েত নির্বাচনের আগেই গ্রামে গ্রামে ‘পন্নাপ্রমুখ’ নিয়োগ করতে চাইছে বিজেপি নেতৃত্ব । কী এই ‘পন্নাপ্রমুখ’ বা voterlist page manager ? আর এদের কাজই বা কী? ত্রিপুরা রাজ্যের এক বিজেপি নেতার ব্যাখ্যায় , ”অমিত শাহর অন্যতম মাস্টারস্ট্রোক পন্নাপ্রমুখ। বুথ লেভেলের কর্মীরা বাড়ি বাড়ি যান বটে, কিন্তু পরিবারের প্রতিটি সদস্যের কথা ভাবেন না। দেখুন, আমাদের পন্নাপ্রমুখ পরিবারের প্রতিটি সদস্যের কাছে পৌঁছে গিয়েছেন। দেখেছেন, পরিবারের প্রধান বা Head of the Family হয়তো সিপিএম করেন, কিন্তু ছোট ছেলে চাকরি না পেয়ে মানসিকভাবে বিপর্যস্ত। বাবার কমিউনিস্ট আদর্শের থেকে নিজের জীবনকেই বেশি গুরুত্ব দিতে চান তিনি। জনৈক পন্নাপ্রমুখ তাকেই টার্গেট করেছেন।বাংলাদেশি অনুপ্রবেশে বিরক্ত কোনও ভোটার আবার বিদেশিদের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিয়েছেন। উপজাতীয় এলাকায় কেউ নিজেদের অসুবিধার কথা বলেছেন। তাঁদের সকলকেই দলে টানতে সক্ষম হয়েছেন বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা পন্নাপ্রমুখরা। বিজেপির নতুন সদস্য এ ভাবেই বেড়েছে।” অন্য এক বিজেপি নেতার কথায় জানা গেলো , ”কয়েক হাজার পন্নাপ্রমুখের মেহনত তখনই বোঝা গিয়েছিল, যখন আগরতলায় মোদীজির জনসভায় লক্ষাধিক মানুষ জড়ো হয়েছিলেন। সেদিনই বোঝা গিয়েছিল, ত্রিপুরা পরিবর্তন চাইছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!