এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রাক্তন সাংসদের বক্তব্যেই বিজেপি-মিম “গেমপ্ল্যান” ফাঁস? বিস্ফোরক অভিযোগ তৃণমূলের

প্রাক্তন সাংসদের বক্তব্যেই বিজেপি-মিম “গেমপ্ল্যান” ফাঁস? বিস্ফোরক অভিযোগ তৃণমূলের


গত লোকসভা নির্বাচনে বাংলায় সংখ্যালঘু ভোট তৃনমূল কংগ্রেসের দিকেই গিয়েছে। আর তার ফলেই 22 টি আসন পেয়ে মুখ রক্ষা হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের। একথা রাজনৈতিক পর্যবেক্ষক থেকে শুরু করে বিশেষজ্ঞ, প্রায় কারোরই অজানা নয়। সংখ্যালঘু ভোটের জন্যই যে তৃণমূল কংগ্রেস বাংলায় টিকে আছে, তা বুঝতে বাকি নেই কারোরই। তবে সম্প্রতি হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির দল এআইএমআইএমের বাংলায় প্রবেশ করা নিয়ে প্রবল জল্পনা ছড়িয়েছে।

যেখানে মুসলিমদের আধিক্য থাকায় এই দল বাংলায় প্রবেশ করলে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোটে যে থাবা বসবে, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। তবে প্রথম থেকেই এই আসাদউদ্দিন ওয়েইসির দল যদি বাংলায় পা রাখে, তাহলে তারা বিজেপির বি টিম বলে দাবি করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বস্তুত, কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সমাবেশ থেকে বলেন, “অন্ধ্রপ্রদেশের একটি সংগঠন রাজ্যে বিজেপির মদতে কাজ করছে।”

যা দেখে বিশেষজ্ঞরা বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পরোক্ষে আসাদউদ্দিন ওয়েইসির দল এআইএমআইএমকেই বিজেপির সঙ্গে সমঝোতার অভিযোগ তুলে বাংলায় তারা প্রবেশ করছে বলে অভিযোগ করলেন। তবে এবার কি তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অভিযোগ সত্যি হতে চলেছে! প্রাক্তন তৃণমূল সাংসদ এবং বর্তমান বিজেপি নেতা অনুপম হাজরার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ঘিরে সেই বিতর্কই উস্কে উঠতে শুরু করল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, সম্প্রতি অনুপম হাজরা তাঁর ফেসবুক পেজে আইএমআইএমের লেখা একটি দেওয়াল লিখনের ছবি পোস্ট করে “বাংলায় এই দলকে স্বাগত” বলে মন্তব্য করেছেন। যেখানে তিনি আরও দাবি করেছেন, “এবারে বাংলায় মুসলিম সমাজে তৃণমূলের একচেটিয়া দখলদারি ঘুচে যাবে। এবার দিদির প্রতিযোগী ঢুকে গেল বাংলায়।” আর বিজেপি নেতার এহেন ফেসবুক পোস্টে ঘিরেই এখন তীব্র বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অনুপাম হাজরার এই পোস্ট প্রমাণ করে দিচ্ছে যে, তারাই এআইএমআইএমকে রাজ্যে ঢুকতে সাহায্য করছে। অর্থাৎ বিজেপির বি টিম হিসেবেই পরিচিত হায়দ্রাবাদের আসাদউদ্দিন ওয়েইসির দল। আর তৃণমূল এই গোটা ঘটনাকে সামনে আনার চেষ্টা করলে কিছুটা হলেও অস্বস্তিতে পড়তে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। এদিন এই প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল মহাসচিব শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “বিজেপির অপারেশন রইল না।”

বিশেষজ্ঞরা বলছেন, পার্থবাবু নিজের এই বক্তব্যের মধ্যে দিয়ে দাবি করেছেন যে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় এআইএমআইএমকে বিজেপির বি টিম বলে দাবি করছেন, তখন অনেকেই তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু অনুপম হাজরা যেভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই হায়দ্রাবাদের দলকে বাংলায় স্বাগত জানানোর কথা বলেছেন, তাতেই স্পষ্ট যে বিজেপির সঙ্গে সেই রাজনৈতিক দলটির সমঝোতা রয়েছে। এদিকে তৃণমূলের এহেন লাগাতার আক্রমণে কিছুটা হলেও চাপে পড়েছে গেরুয়া শিবির।

পরিস্থিতি সামাল দিতে এদিন এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, “অনুপমের বক্তব্যের সঙ্গে দলের সম্পর্ক নেই। ওটা ওর ব্যক্তিগত অভিমত। ওয়েইসির সঙ্গে বিজেপিকে জড়িয়ে তৃণমূল অপপ্রচার করছে।” তবে যে যাই বলুন না কেন, হায়দ্রাবাদের এই দল বাংলায় প্রবেশ করা নিয়ে এখন তৃণমূল বনাম বিজেপির মধ্যে যে তরজা শুরু হয়েছে, তা ঠিক কোথায় গিয়ে পৌঁছয়! সেদিকেই নজর থাকবে রাজনৈতিক পর্যবেক্ষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!