এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > করোনার সুযোগে এবার গাছ চুরিতে নাম জড়ালো হেভিওয়েট তৃণমূল নেতার! সরগরম রাজ্য রাজনীতি

করোনার সুযোগে এবার গাছ চুরিতে নাম জড়ালো হেভিওয়েট তৃণমূল নেতার! সরগরম রাজ্য রাজনীতি

“অন্ধ ভূমিগর্ভ হতে জন্মেছিলে, তুমি বৃক্ষ, তুমি আদিপ্রাণ।” গাছকে বাঁচাতে, সবুজের বার্তা দিতে বারবার পথে নামতে দেখা গেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে লকডাউনের সুযোগ নিয়ে সরকারের বার্তাকে কার্যত উপেক্ষা করে যে এভাবে একের পর এক বৃক্ষ ছেদন করতে দেখা যাবে তৃণমূল নেতাকে, তা সত্যিই কল্পনার অতীত ছিল। অভিযোগ, প্রশাসনের নজর এড়িয়ে কৃষি দপ্তরের পঞ্চাশটিরও বেশি শাল, সেগুন গাছ কেটে এবার বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে।

যে ঘটনায় তখন রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। জানা গেছে, চুরি যাওয়া কাজগুলোর বাজার মূল্য আনুমানিক 25 থেকে 30 লক্ষ টাকা। পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ হয়ে কেন এভাবে দামি গাছ কেটে ফেলার অভিযোগ অভিযুক্ত হলেন তিনি, এখন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তৃণমূল নেতা রবিউল হকের বিরুদ্ধে। কিন্তু যেখানে সরকারের পক্ষ থেকে বারবার সবুজ বাঁচানোর বার্তা দেওয়া হচ্ছে, সেখানে লকডাউনের সময়ে কেন তিনি এই কাজ করলেন! ইতিমধ্যেই এই ব্যাপারে সেই তৃণমূল নেতার বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে মুর্শিদাবাদ সুতি 2 ব্লক কংগ্রেসের সভাপতি আলফাজুদ্দিন বিশ্বাস বলেন, “লকডাউনের মধ্যে লুকিয়ে গাছ কেটে নেওয়া দুর্ভাগ্যজনক। ঘটনায় তৃণমূলের নেতারা জড়িত রয়েছেন। আমরা অবিলম্বে ঘটনার তদন্ত করে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।” এদিকে এই ঘটনায় নজরে আসার সাথে সাথেই সুতি থানায় এফআইআর দায়ের করার পাশাপাশি ফার্মের নাইটগার্ডকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন মুর্শিদাবাদ জেলা কৃষি দপ্তরের আধিকারিক তাপস কুন্ডু।

কিন্তু তার বিরুদ্ধে কাজ কাটার যে অভিযোগ উঠল, তাতে তো তিনি এবং তার দল তৃণমূল কংগ্রেস উভয়েই অস্বস্তিতে পড়লেন! এদিন এই প্রসঙ্গে অভিযুক্ত তৃণমূলের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল হক বলেন, “অফিসের প্রাচীর নির্মাণের জন্য গাছ কাটা হয়েছে। যে সমস্ত গাছ কাটা হয়েছে, তার সবই শুকনো ছিল। তাই কেটে নেওয়া হয়েছে।” সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তৃণমূল নেতার বিরুদ্ধে গাছ কাটার যে অভিযোগ উঠেছে, তার পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!