এখন পড়ছেন
হোম > জাতীয় > ‘পিসি-ভাইপোর’ জোটে শেষ কথা ‘পিসিই’, কংগ্রেসের কপালে শুধুই দয়া!

‘পিসি-ভাইপোর’ জোটে শেষ কথা ‘পিসিই’, কংগ্রেসের কপালে শুধুই দয়া!

শনিবারের বারবেলায় এসে অবশেষে ঘোষিত হল বহু প্রতীক্ষিত ‘বুয়া-ভাতিজা’ বা ‘পিসি-ভাইপোর’ জোট। উত্তরপ্রদেশে বিজেপিকে হারাতে ও নিজেদের অস্তিত্ব রক্ষার্থে দীর্ঘদিনের বৈরিতা ভুলে প্রায় আড়াই দশক বাদে জোট করল মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি ও অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। ২০১৪ এর লোকসভা নির্বাচন উত্তরপ্রদেশের এই দুই দলের কাছে রীতিমত দুঃস্বপ্ন ছিল।

প্রবল মোদী হাওয়ার সামনে দাঁড়িয়ে অখিলেশ যাদবের দল তাও ৫ টি আসন জিতেছিল – কিন্তু মায়াবতীর দলকে ৮০ টি আসনের মধ্যে ফিরতে হয়েছিল শূন্য হাতে। আর এই দুই দলের কফিনে শেষ পেরেকটা পোঁতা হয়ে যায় উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে। যেখানে আবার বিজেপি ঝড়ের সামনে পর্যদুস্ত হয় দুই দলই। আর তারপরেই বিভিন্ন উপনির্বাচনে এক সাথে লড়ার সিদ্ধান্ত নেন এই দুই দলের শীর্ষ নেতারা।

তার ফলও মেলে হাতেনাতে – ঐসব উপনির্বাচনে বিজেপির ভোট বাড়লেও, বিরোধী ভোট একত্রিত হওয়ায় শেষপর্যন্ত হার মানতে হয়। আর তার ফলে প্রত্যাশিত পথেই নিজেদের ইগো ভুলে লোকসভা নির্বাচনে এই দুই দল জোট করতে পারে বলেই মনে করা হচ্ছিল। অবশেষে, আজ সাংবাদিক বৈঠকে এসে মায়াবতী ও অখিলেশ যাদব জানিয়ে দিলেন উত্তরপ্রদেশে জোট হচ্ছে এবং কি ফর্মুলায় হচ্ছে তও জানিয়ে দিলেন তাঁরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গোটা সাংবাদিক বৈঠকের রাশ কার্যত নিজের হাতেই রেখেছিলেন ‘পিসি’ মায়াবতী, ‘ভাইপো’ অখিলেশ যাদব কার্যত চুপই ছিলেন। মায়াবতীর জানিয়ে দেন, উত্তরপ্রদেশের ৮০ টি আসনের মধ্যে মোট ৭৬ টি আসনে সপা ও বসপা দু-দলই ৩৮ টি করে আসনে লড়বে। অন্যদিকে কংগ্রেসের জন্য শুধুমাত্র রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর জেতা আমেঠি ও রায়বারেলি আসন দুটি ছেড়ে রাখা হবে। বাকি দুটি আসনের একটি কংগ্রেসকে বা অন্য জোট শরিককে দেওয়া হতে পারে বলে ভবিষ্যতের জন্য ছেড়ে রাখা হল।

মায়াবতী জানিয়ে দেন, ‘দুর্নীতিগ্রস্ত’ কংগ্রেসের সঙ্গে জোট করে লাভ নেই তাঁদের। বিজেপি কংবা কংগ্রেসের জমানায় যখনই রাজ্যে বিপর্যয় নেমে এসেছে, হাতে হাত মিলিয়ে লড়াই করেছে সপ-বসপা। ১৯৯৩ সালে কাঁসিরাম-মুলায়ম জোট হয়েছিল – অন্যদিকে, ১৯৯৫-তে লখনউ গ্যাস কাণ্ডের জেরেও হাত মিলিয়েছে দুই দল। অর্থাৎ, যখনই দেশ এবং রাজ্যে অরাজনৈতিকতার পরিস্থিতি তৈরি হয়েছে, তখনই জোট করেছে সপা-বসপা। আর এখন তো উত্তরপ্রদেশে অঘোষিত জরুরী অবস্থা চলছে – সুতরাং দুই দল জোটে আসতে বাধ্য হল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!