এখন পড়ছেন
হোম > জাতীয় > জোট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন নীতিশ কুমার

জোট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন নীতিশ কুমার


বিহারে গেরুয়া শিবির এবং জেডিইউ-র মধ্যে আগামী বছরের লোকসভা নির্বাচনের আসন বন্টনকে কেন্দ্র করে মতানৈক্য চলছিল। এর মধ্যেই এসে যায় সংসদে আস্থা ভোট। একসময়ের জোট শরিক শিবসেনা শেষ মহূর্তে বিজেপি-কে ভোট দেওয়া থেকে বিরত থাকে। সব মিলিয়ে এনডিএ জোট দূর্বল লাগছিল। এমন পরিস্থিতিতে পাশে দাঁড়াল জেডিইউ।
বিজেপি শিবিরে স্বস্তির বার্তা দিয়ে নীতীশ কুমার পরিচালিত জেডি(ইউ) জানিয়ে দিল, তারা বিজেপি-র সঙ্গেই আছে। সংসদ ভবনে স্বয়ং নীতীশ

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কুমার জানান, অনাস্থা প্রস্তাবের ইস্যুতে তাঁরা এনডিএ সরকারের সঙ্গেই থাকছেন। উল্লেখ্য অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির আগের দিন অবধি শিবসেনা, বিজেপি দলের সমর্থনে থাকবে জানিয়েও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বাতিল করে। শিবসেনা দলের পক্ষ থেকে জানানো হয়, তারা কোনও বিতর্কে থাকবে না। ফলে কিছুটা কোণঠাসা হয় গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে জেডিইউ-এর অপ্রত্যাশিত সমর্থন মেঘ না চাইতে জলের মতোই গেরুয়া শিবিরের বরাতে জুটে গেলো। এই প্রসঙ্গে জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সরকারের পাশেই থাকছি।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!