এখন পড়ছেন
হোম > অন্যান্য > অলৌকিকেই ভরসা করতে হবে সৌমিত্র চট্টোপাধ্যায়েরকে নিয়ে জানালেন চিকিৎসক

অলৌকিকেই ভরসা করতে হবে সৌমিত্র চট্টোপাধ্যায়েরকে নিয়ে জানালেন চিকিৎসক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত মাসের প্রথমদিকে করোনা আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি হন প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। হাসপাতালে ভর্তির কিছুদিন বাদে তিনি করোনা মুক্ত হন। তাঁর আরোগ্যের বিষয়ে যখন অনেকে আশা রাখতে শুরু করেছেন, সে সময় থেকেই তাঁর একাধিক সমস্যা দেখা দিয়ে থাকে। গত দু’দিন ধরে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় আছেন অভিনেতা। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে সম্প্রতি বেলভিউ হাসপাতালের চিকিৎসক অরিন্দম কর জানালেন যে, অভিনেতাকে নিয়ে এখন তাঁদের অলৌকিক শক্তির উপরেই ভরসা করতে হবে। চিকিৎসকের এই বক্তব্য আশঙ্কিত ও দুঃখিত করেছে সকলকে।

গত পরশু থেকেই প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। এ সময় হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্সাস লেভেল ৫ এ নেমে এসেছে। এই লেভেল যদি ৩ এ নেমে যায়, তাহলেই ব্রেন ডেথ ধরে নেওয়া হয়। গত শুক্রবার হঠাৎ করেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। এরপর গত ৩০ ঘণ্টার মধ্যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরো অবনতি ঘটেছে।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সম্পর্কে বেলভিউ হাসপাতালের চিকিৎসক অরিন্দম কর জানালেন যে, তাঁরা সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত ৪০ দিন ধরে সমস্ত রকম চেষ্টা তাঁরা চালিয়েছেন। কিন্তু বৃদ্ধ অভিনেতার শারীরিক অবস্থা সংকটজনক হয়ে উঠেছে। তাই তাঁকে নিয়ে এখন অলৌকিক শক্তির উপরেই ভরসা করছেন চিকিৎসকরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

হাসপাতালে পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত ৩০ ঘণ্টায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরো অবনতি ঘটেছে, তাই তাঁকে সম্পূর্ণভাবে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। কিন্তু হাসপাতাল সূত্রের খবর, তাতেও তিনি ঠিকমতো সাড়া দিচ্ছেন না। শুক্রবারের পর থেকে তাঁর শারীরিক অবস্থার ক্রমাবনতি ঘটছে। তাঁর শারীরিক অবস্থার কোনোরকম উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না বলে জানালেন হাসপাতালের চিকিৎসক অরিন্দম কর।

৮৫ বছর বয়স ও একাধিক কোমরবিডিটি থাকার কারণেই সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে আশঙ্কায় ছিলেন চিকিৎসকেরা। দীর্ঘসময় ধরে তাঁর চেতনা প্রায় লুপ্ত হতে শুরু করেছিল। এর মধ্যেই দেখা দিয়েছিল তাঁর অভ্যন্তরীন রক্তক্ষরনের সমস্যা। কিছুদিন আগেই গত বুধবার তাঁকে ট্রাকিওস্টমি করানো হয়েছিল। হাসপাতালে পক্ষ থেকে জানানো হয়েছিল যে, তা সফল হয়েছে। এরপর গত বৃহস্পতিবার তাঁকে প্লাসমাফেরেসিস করানো হয়েছিল। ডাক্তারেরা আশা করেছিলেন এর ফলে তার আচ্ছন্নতা কিছুটা কাটবে, কিন্তু তা হয়নি।

সম্প্রতি সৌমিত্র চট্টোপাধ্যায় শারীরিক সুস্থতার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছেন বহু মানুষ। চিকিৎসকেরাও তাঁর সুস্থতা সম্পর্কে কোন আশার বাণী শোনাতে পারেননি। হাসপাতালের চিকিৎসকেরা হাসপাতালে আসার জন্য অভিনেতার পরিবারের সদস্যদের খবর দিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!